আরও পড়ুন: দিনে দিনে সস্তা হচ্ছে বাংলাদেশের টাকা, জানেন ভারতের ১০০ টাকা মানে বাংলাদেশের কত?
উৎসবের মরশুম, সামনেই পুজো, দীপাবলি, দশেরা-সহ নানা উৎসব রয়েছে। সেই উৎসবের আগেই সুখবর পেতে পারেন চা শ্রমিকরা। ২০২৩২৪ অর্থবর্ষের জন্য চা শ্রমিকদের বোনাস দেওয়ার আবেদন রাজ্যের তরফে করা হল বিভিন্ন মালিকপক্ষ সংগঠনগুলিকে। বিভিন্ন সময়ে চা বাগানের বোনাস বা বেতন নিয়ে অসন্তোষ দেখা যায় শ্রমিকদের মধ্যে। এই জন্যই রাজ্যের তরফে এই আবেদনের কথা জানানো হলো চাষ শ্রমিকদের বিভিন্ন ইউনিয়নদের।
advertisement
আরও পড়ুন: এখন ঘরে বসেই তৈরি করা যাবে আয়ুষ্মান কার্ড, মিলবে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা
বোনাসের পরিমাণ কত হবে তা-ও বলে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। রাজ্যের তরফে ১৬ শতাংশ বোনাস দেওয়ার জন্য চা বাগানের মালিকদের আবেদন বা এডভাইজারই দেওয়া হল। ৪ঠা অক্টোবর থেকে এই বোনাস দেওয়ার জন্য মালিক পক্ষকে আবেদন করেছে রাজ্য সরকার।