TRENDING:

ধূপগুড়ির বিধায়কের শপথ জট অব্যাহত, দায়ী কে? বিরাট অভিযোগ বঙ্গ বিজেপির

Last Updated:

রাজ্যপাল শপথ নেওয়ার জন্য ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ককে ডেকেছিলেন। কিন্তু দলের নির্দেশে  তিনি যাননি। অন্যায় ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান আটকে রাখা হয়েছে। দাবি সুকান্ত মজুমদারের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়কের শপথ জট অব্যাহত। অচলবস্থার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করল বঙ্গ বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,  একজন বিধায়কের জেতার পর পরই তাঁর শপথ গ্রহণ হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যেতেই পারেন। কিন্তু যাওয়ার সময় রাজ্যের কোনও সিনিয়র মন্ত্রীকে দায়িত্ব দিয়ে গেলেন না। মুখ্যমন্ত্রীর কি তাঁর মন্ত্রিসভার মন্ত্রীদের ওপর ভরসা নেই? এই প্রশ্ন তুলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, বিধায়কের জেতার পর তাঁর শপথ এখনও পর্যন্ত না হওয়ার জন্য মুখ্যমন্ত্রীই দায়ী।
ধূপগুড়ির বিধায়কের শপথ জট অব্যাহত, দায়ী কে? বিরাট অভিযোগ বঙ্গ বিজেপির
ধূপগুড়ির বিধায়কের শপথ জট অব্যাহত, দায়ী কে? বিরাট অভিযোগ বঙ্গ বিজেপির
advertisement

আরও পড়ুন-রাশিফল ২৬ সেপ্টেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

রাজ্যপাল শপথ নেওয়ার জন্য ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ককে ডেকেছিলেন। কিন্তু দলের নির্দেশে  তিনি যাননি। অন্যায় ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান আটকে রাখা হয়েছে। এই অচলাবস্থার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ককের শপথ নেওয়া নিয়ে টালমাটাল পরিস্থিতি এখনও চলছেই৷ কবে তাঁর শপথ হবে, তা এখনও স্পষ্ট নয়৷ এ বার বিধায়ক নির্মলচন্দ্র রায়কে রাজ্যপালের পাঠানো চিঠি পৌঁছানোর খবর এল৷ নির্মলচন্দ্র রায়কে রাজভবনে শপথ গ্রহণ করাতে চেয়েছিলেন রাজ্যপাল৷ গত ২৩ তারিখ রাজভবনে নির্মলচন্দ্র রায়কে শপথ গ্রহণ করাতে চেয়েছিলেন তিনি ৷ ২১ তারিখের সেই অনুষ্ঠানের চিঠি সোমবার পেলেন বিধায়ক৷ আজ ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায় বিকেলে সেই চিঠি পান ৷

advertisement

আরও পড়ুন– কেবিসি-তে ৫ কোটি টাকা জিতে রেকর্ড গড়ার পরেও অভাবেই কেটেছে দিন; দাবি বিহারের সুশীল কুমারের

পরিষদীয় দফতরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, রাজভবন ব্যক্তিগত ভাবে অনেককে জানিয়ে দিয়েছিল ২৩ তারিখ তিনি রাজভবনে যেন শপথের জন্য যান ৷ যদিও তাঁর যে শপথ আছে, তিনি সেটা জানেন না বলে আগেই জানান। আবার শপথ জট নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করল বঙ্গ বিজেপি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

এখনও পর্যন্ত শপথ গ্রহণ না হওয়ার জন্য নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ধূপগুড়ির মানুষরা। এমনটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়। রাজ্যপাল সংবিধান মেনেই কাজ করেছেন। অচলাবস্থা কাটাতে রাজ্যপাল উদ্যোগী হলেও তাতে সাড়া দেয়নি সরকার পক্ষ। দাবি রাজ্য বিজেপির। অন্যদিকে সংবিধান না মেনে রাজ্যপাল বিধায়কের শপথ করাতে চাইছেন, মত শাসক দলের। সব মিলিয়ে শপথ জট কবে কাটবে? প্রশ্ন আছে। উত্তর এখনও অজানা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ধূপগুড়ির বিধায়কের শপথ জট অব্যাহত, দায়ী কে? বিরাট অভিযোগ বঙ্গ বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল