আরও পড়ুন-রাশিফল ২৬ সেপ্টেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
রাজ্যপাল শপথ নেওয়ার জন্য ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ককে ডেকেছিলেন। কিন্তু দলের নির্দেশে তিনি যাননি। অন্যায় ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান আটকে রাখা হয়েছে। এই অচলাবস্থার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ককের শপথ নেওয়া নিয়ে টালমাটাল পরিস্থিতি এখনও চলছেই৷ কবে তাঁর শপথ হবে, তা এখনও স্পষ্ট নয়৷ এ বার বিধায়ক নির্মলচন্দ্র রায়কে রাজ্যপালের পাঠানো চিঠি পৌঁছানোর খবর এল৷ নির্মলচন্দ্র রায়কে রাজভবনে শপথ গ্রহণ করাতে চেয়েছিলেন রাজ্যপাল৷ গত ২৩ তারিখ রাজভবনে নির্মলচন্দ্র রায়কে শপথ গ্রহণ করাতে চেয়েছিলেন তিনি ৷ ২১ তারিখের সেই অনুষ্ঠানের চিঠি সোমবার পেলেন বিধায়ক৷ আজ ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায় বিকেলে সেই চিঠি পান ৷
advertisement
পরিষদীয় দফতরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, রাজভবন ব্যক্তিগত ভাবে অনেককে জানিয়ে দিয়েছিল ২৩ তারিখ তিনি রাজভবনে যেন শপথের জন্য যান ৷ যদিও তাঁর যে শপথ আছে, তিনি সেটা জানেন না বলে আগেই জানান। আবার শপথ জট নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করল বঙ্গ বিজেপি।
এখনও পর্যন্ত শপথ গ্রহণ না হওয়ার জন্য নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ধূপগুড়ির মানুষরা। এমনটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়। রাজ্যপাল সংবিধান মেনেই কাজ করেছেন। অচলাবস্থা কাটাতে রাজ্যপাল উদ্যোগী হলেও তাতে সাড়া দেয়নি সরকার পক্ষ। দাবি রাজ্য বিজেপির। অন্যদিকে সংবিধান না মেনে রাজ্যপাল বিধায়কের শপথ করাতে চাইছেন, মত শাসক দলের। সব মিলিয়ে শপথ জট কবে কাটবে? প্রশ্ন আছে। উত্তর এখনও অজানা।