১.বালুরঘাট
-মোট ভোটার: ১২ লক্ষ ৯০ হাজার ৯৬৭
- পুরুষ ভোটার: ৬ লক্ষ ২২ হাজার ২৬৯
- মহিলা ভোটার: ৫ লক্ষ ৮৭ হাজার ৪৪৫
- তৃতীয় লিঙ্গের ভোটার: ৫৩
- ভোট কেন্দ্র: ১৩০৫
তৃণমূল প্রার্থী-অর্পিতা ঘোষ
বিজেপি প্রার্থী-ডা: সুকান্ত মজুমদার
কংগ্রেস প্রার্থী- সাদিক সরকার
বাম প্রার্থী-রণেন বর্মন
২০১৪ লোকসভার নির্বাচনের ফল
advertisement
আরএসপি প্রার্থী বিমলেন্দু সরকারকে পরাস্ত করেছিলেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ ।
২.মালদহ উত্তর
মোট ভোটার- ১৬ লক্ষ ৮৩ হাজার ৮৬৪
পুরুষ ভোটার- ৮ লক্ষ ৬২ হাজার ৩৫৯
মহিলা ভোটার- ৮ লক্ষ ১৯ হাজার ৩৬৬
অন্যান্য ভোটার- ৫৭
তৃণমূল প্রার্থী-মৌসম বেনজির নূর
বিজেপি প্রার্থী-খগেন মূর্মু
কংগ্রেস প্রার্থী- ঈশা খান চৌধুরী
বাম প্রার্থী-বিশ্বনাথ ঘোষ
২০১৪ লোকসভার নির্বাচনের ফল
কংগ্রেস প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন মৌসম বেনজির নূর, পরাস্ত করেছিলেন তৎকালীন সিপিআইএম প্রার্থী খগেন মূর্মুকে ।
৩.মালদহ দক্ষিণ
মোট ভোটার-১৩ লক্ষ ৪৭ হাজার ১৪৩
পুরুষ ভোটার-৬ লক্ষ ৯২ হাজার ৩৮৬
মহিলা ভোটার-৬ লক্ষ ৫৪ হাজার ৭৫৭
তৃণমূল প্রার্থী-ড: মোয়াজ্জেম হোসেন
বিজেপি প্রার্থী-শ্রীরূপা মিত্র চৌধুরি
কংগ্রেস প্রার্থী-আবু হাসেম খান চৌধুরী
২০১৪ লোকসভার নির্বাচনের ফল
বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়কে পরাস্ত করেছিলেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী
৪.জঙ্গিপুর
- মোট ভোটার: ১৬ লক্ষ ১২ হাজার ৭৭৫
- মহিলা ভোটার: ৭ লক্ষ ৮৯ হাজার ১৯৪
- পুরুষ ভোটার: ৮ লক্ষ ২৩ হাজার ৫৩৮
- তৃতীয় লিঙ্গের ভোটার: ৪৩
তৃণমূল প্রার্থী-খলিলুর রহমান
বিজেপি প্রার্থী-মাফুজা খাতুন
কংগ্রেস প্রার্থী- অভিজিৎ মুখোপাধ্যায়
বাম প্রার্থী-জুলফিকার আলি
২০১৪ লোকসভার নির্বাচনের ফল
- সিপিএমের মোজাফ্ফর হোসেনকে ৮ হাজারের সামান্য বেশি ভোটে হারান অভিজিৎ মুখোপাধ্যায়
৫.মুর্শিদাবাদ
- মোট ভোটার: ১৪ লক্ষ ৮১ হাজার ৬৫৪
- মহিলা ভোটার: ৭ লক্ষ ২৩ হাজার ৬৯৫
- পুরুষ ভোটার: ৭ লক্ষ ৫৭ হাজার ৯৩৬
- তৃতীয় লিঙ্গের ভোটার: ২৩
তৃণমূল প্রার্থী-আবু তাহের খান
বিজেপি প্রার্থী-হুমায়ুন কবীর
কংগ্রেস প্রার্থী-আবু হেনা
বাম প্রার্থী-বদরুদ্দোজা খান
২০১৪ লোকসভার ফল
কংগ্রেস প্রার্থী আবদুল মান্নান হোসনকে ১৮ হাজারের বেশি ভোটে হারান সিপিএমের বদরুদ্দোজা খান