TRENDING:

Malda News: যেন পাটীগণিতেই গরমিল! এখানে মা ও ছেলের বয়সের ফারাক ৭ বছর, বাবা-ছেলের বয়সের ব্যবধান মাত্র ১১!

Last Updated:

Malda News: মালদহে ভোটার তালিকায় বাংলাদেশে বসবাসকারীদের নাম ! নাম রয়েছে মৃতেরও, চক্ষুচড়কগাছ প্রশাসনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, মালদহ : মালদহে ভোটার তালিকায় বাংলাদেশের বাসিন্দার নাম। নাম রয়েছে একজন মৃতেরও। দুজন নয়, অন্তত তিনজন বাংলাদেশি ভোটারের নাম মালদহের বৈষ্ণবনগরে। আত্মীয় পরিজন থেকে  প্রতিবেশী সকলেই জানিয়েছেন এদের কেউই স্থায়ীভাবে বসবাস করেন না এলাকায়। অন্তত ১০ বছর ধরে রয়েছেন বাংলাদেশে। অভিযোগ খতিয়ে দেখে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে দাবি প্রশাসনের।
বামনটোলা প্রাথমিক বিদ্যালয় বুথে ভোটার হিসেবে দেখানো হয়েছে তিন জনকেই
বামনটোলা প্রাথমিক বিদ্যালয় বুথে ভোটার হিসেবে দেখানো হয়েছে তিন জনকেই
advertisement

মালদহের বৈষ্ণবনগর বিধানসভার বামুনটোলা প্রাথমিক বিদ্যালয় বুথে ভোটার তালিকায় উজ্জ্বল উপস্থিতি নজরুল ইসলাম, নাজমুল হোসেন, নুরবানু বিবি, মহম্মদ ডালিমদের। সূত্রের খবর, নজরুল, নাজমুলরা বাংলাদেশে বসবাস করেন। নুরবানু বাংলাদেশেই মারা গিয়েছেন কয়েক বছর আগে। অথচ, এবছরের প্রথম সপ্তাহে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, মালদহের ৫৪ নম্বর বৈষ্ণবনগর বিধানসভার ৪৩ নম্বর  অংশের ১২১০ নম্বরে নাজমুল হোসেন, ১২১৯ নম্বরের নজরুল ইসলাম এবং ১২২০ নম্বরে নুরবানু বিবির নাম রয়েছে।

advertisement

বামনটোলা প্রাথমিক বিদ্যালয় বুথে ভোটার হিসেবে দেখানো হয়েছে তিন জনকেই। শুধু তাই নয়, ভোটার তালিকায় আরও দেখা যাচ্ছে বাংলাদেশের বাসিন্দা নজরুলের স্ত্রী ও ছেলের বয়সের ব্যবধান মাত্র ৭ বছর। ছেলে নাজমুল এবং বাবা নজরুলের বয়সের ব্যবধান মাত্র ১১ বছর। বাংলাদেশের বাসিন্দা কীভাবে ভারতের ভোটার তালিকায় বহাল তবিয়তে রয়েছেন? মৃত ব্যক্তির নামই বা কি করে এদেশের ভোটার তালিকায়। উঠেছে নানা প্রশ্ন।

advertisement

আরও পড়ুন :  সুভাষগ্রামে নেতাজির পৈতৃক বাড়িতে সাড়ম্বরে পালিত দেশনায়কের জন্মবার্ষিকী

বর্তমান বাংলাদেশের বাসিন্দা নজরুল ইসলামের পরিবারের অনেকেই এখন থাকেন মালদহের বৈষ্ণবনগরে। তাঁর নিকট আত্মীয় মাসুদুর রহমানের দাবি, জেঠুর ছেলে নজরুল একসময় এখানেই থাকতেন। বেশ কয়েক বছর আগে শ্বশুরবাড়ি বাংলাদেশে যান। সেখানেই থেকে গিয়েছেন। বাংলাদেশে গিয়ে মৃত্যু হয় নজরুলের স্ত্রী নুরবানুর। আপাতত নজরুল ও তার এক ছেলে বাংলাদেশেরই বাসিন্দা। অন্তত দশ বছর ধরে নজরুল ও তার পরিবারকে এলাকায় দেখা যায়নি এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

advertisement

আরও পড়ুন : কোটি টাকার জাল লটারি ! দীর্ঘ দিন ক্রেতাদের ঠকিয়ে পুলিশের জালে ৪

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইতিমধ্যেই বাংলাদেশের বাসিন্দাদের নাম মালদহে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে বিজেপি। ভোটার তালিকায় বছরে পর বছর বাংলাদেশিদের নাম থেকে যাওয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। মালদহের  ভোটার তালিকায় বাংলাদেশের বাসিন্দাদের নাম থাকার বিষয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত। প্রাথমিক তদন্তে প্রশাসনেও একরকম নিশ্চিত ওই ভোটাররা এলাকায় থাকেন না। স্থানীয় সূত্রে ওই ভোটারদের বাংলাদেশে বসবাসের বিষয়ে জানাগিয়েছে বলে জানিয়েছেন কালিয়াচক-৩ ব্লকের বিডিও। তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে ওই ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারেও আশ্বাস দিয়েছেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: যেন পাটীগণিতেই গরমিল! এখানে মা ও ছেলের বয়সের ফারাক ৭ বছর, বাবা-ছেলের বয়সের ব্যবধান মাত্র ১১!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল