ভাইরাল ওই ভিডিওতে রাজ্যের শাসক এবং বিরোধী দলের দুই নেতা নেত্রীকে একই গাড়িতে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, লাটাগুড়ির জঙ্গলের পথে রাতের অন্ধকারে তৃণমূল কান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়িতে বসে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী। সামনে রাখা রয়েছে পানীয়ের গ্লাস, আর গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়।
advertisement
রাতের অন্ধকারে একই গাড়িতে দুই দলের নেতা নেত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এই নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। অস্বস্তিতে তৃণমূল এবং বিজেপি দুই দলই। বিজেপির জেলা সভাপতি কে বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বলেই জানা গিয়েছে।
তৃণমূল নেতার সঙ্গে বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রীর গাড়িতে সূরা পানের ভিডিও ভাইরালের ঘটনায় বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিককে দলের সমস্ত কর্মসূচি থেকে দূরে থাকার নির্দেশ দিল দল। পদ থেকেও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। সমস্ত ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এমনটাই জানালেন বিজেপি রাজ্য সম্পাদক তথা ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন।
রকি চৌধূরী, ক্রান্তি