TRENDING:

স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর! জেলার বন্যা দুর্গত এলাকায় বই পাঠাতে শুরু করল সরকার, কীভাবে পাওয়া যাবে জেনে নিন

Last Updated:

Government of West Bengal: প্রাথমিক হিসেবে জানা যায়, দশ হাজারের বেশি ছাত্রছাত্রীর বইপত্র বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১২টি বিদ্যালয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু করঃ দুর্গাপুজোর পরেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কোচবিহার, বিপর্যয়ের কবলে পড়ে উত্তরের নানা জেলা। জলপাইগুড়ি জেলার একের পর এক গ্রাম যেমন বন্যায় বিধ্বস্ত। ঘর, বাড়ি, চাষের ক্ষেতের সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বইপত্র। এর ফলে বিরাট সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। বন্যা দুর্গত এই সব এলাকার পড়ুয়াদের জন্য বই পাঠানোর প্রক্রিয়া শুরু করল সরকার।
সরকারের পাঠানো বই
সরকারের পাঠানো বই
advertisement

ইতিমধ্যেই জলপাইগুড়িতে এসে পৌঁছেছে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের পাঠ্যবই। আজ থেকেই এই জেলার বন্যা দুর্গত এলাকায় বই পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এর ফলে পড়ুয়াদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ কালীপুজোর আগে হেব্বি ডিম্যান্ড! হু হু করে বিকোচ্ছে মাটির প্রদীপ, কোনটার কেমন দাম, কোনগুলি ট্রেন্ডে আছে দেখুন

advertisement

গত ৫ অক্টোবর বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নাগরাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, সদর ও মালবাজার এলাকা। প্রাথমিক হিসেবে জানা যায়, দশ হাজারের বেশি ছাত্রছাত্রীর বইপত্র বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১২টি বিদ্যালয়।

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ২৫,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, বাড়িতে বসেই প্রতি মাসে আয় হবে লক্ষ লক্ষ টাকা
আরও দেখুন

এরপর ক্ষয়ক্ষতির হিসেবনিকেশ করে রাজ্যে রিপোর্ট পাঠিয়ে ছিল স্কুল শিক্ষা দফতর। সেই মতো পাঠ্যবই পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিল সরকার। আজ থেকে জলপাইগুড়ি জেলার বন্যা প্লাবিত পাঁচটি ব্লকে বই পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। ব্লক প্রশাসনের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যবই পৌঁছে যাবে। স্কুল খুললে স্কুল থেকেও প্রয়োজনীয় বই পেয়ে যাবে ক্ষতিগ্রস্ত এলাকার ছাত্রছাত্রীরা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর! জেলার বন্যা দুর্গত এলাকায় বই পাঠাতে শুরু করল সরকার, কীভাবে পাওয়া যাবে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল