আরও পড়ুন: অমাবস্যা নয় চতুর্দশীতে হয় পুজো, গুসকরার রটন্তি কালীর ইতিহাস জানুন
কোচবিহার শহরের এক নামী রেস্তোরাঁ প্রেম সপ্তাহ উপলক্ষে আকর্ষণীয় সব মেনু নিয়ে হাজির। শুক্তো থেকে শুরু করে আলু পোস্ত, পটল পোস্ত, পাঁচমিশালি সব্জি, চাটনি-পাঁপড়, রাবড়ি, রসগোল্লা, মটন, চিকেন আরও কত কী! পাশাপাশি চমক হিসেবে মেনুতে নতুন যুক্ত হয়েছে ইন্ডিয়ান স্যালমন ফিস।
advertisement
রেস্তোরাঁর কর্ণধার তনুজিত গুহ জানান, ভ্যালেন্টাইন সপ্তাহের বিশেষ আকর্ষণ হিসেবে মেনুতে আছে ইন্ডিয়ান স্যালমন ফিস। গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে জেলায় তাঁরাই প্রথম এই পদ নিয়ে এসেছেন বলে দাবি করেন। এছাড়াও আরও বিশেষ আকর্ষণীয় অফার থাকছে। তাঁদের এই রেস্তরাঁর মধ্যে ভেজ থালির দাম শুরু মাত্র ৯৫ টাকা থেকে। আর নন ভেজ থালির দাম শুরু হচ্ছে ১২০ টাকা থেকে। সব খাবারেই থাকছে একেবারে খাঁটি বাঙালি রান্নার স্বাদ। সমস্ত পদেরই দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কোচবিহার শহরে দীর্ঘদিন কোনও ভাল বাঙালি খাবারের রেস্তোরাঁ ছিল না। কিন্তু এটি চালু হওয়ার পর দীর্ঘদিনের সেই আক্ষেপ পূরণ হয়েছে খাদ্য রসিকদের। ফলে ক্রমশই ভিড় বাড়ছে মানুষের।
সার্থক পণ্ডিত