প্রচার চলাকালীন, বাণিজ্যিক পরিদর্শক এবং চেকিং কর্মীরা যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ইউটিএস অন মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ডাউনলোড, রেজিস্ট্রেশন এবং বুকিংয়ের- জন্য ধাপে ধাপে প্রক্রিয়া দেখিয়ে দেন তাঁরা। এই পদ্ধতির মাধ্যমে যাত্রীদের কোনওরকম ঝঞ্ঝাট ছাড়া মোবাইল টিকিটিংয়ের অভিজ্ঞতার পেতে উৎসাহিত করা হয়েছে স্টেশনে ১২০ জনেরও বেশি যাত্রীর স্মার্টফোনে ইউটিএস অ্যাপটি সফলভাবে ইনস্টল করা হয়।
advertisement
এই অভিযানে UTS অ্যাপের মূল সুবিধাগুলি তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে:• R-Wallet রিচার্জে 3% বোনাস• টিকিট কাউন্টারে লাইন এড়ানো• কাগজবিহীন এবং নগদহীন টিকিটিং• ভ্রমণ, প্ল্যাটফর্ম এবং সিজন টিকিটের জন্য বুকিং সুবিধা• মোবাইলে ডিজিটাল টিকিটের তাৎক্ষণিক অ্যাক্সেস দেওয়া ইত্যাদি।
এই উদ্যোগটি ডিজিটাল টিকিটিং বিকল্পগুলির আরও সম্প্রসারণ করে এবং প্রযুক্তি-চালিত, ব্যবহারকারী-বান্ধব রেল পরিষেবার মাধ্যমে যাত্রীদের সুবিধা বৃদ্ধি করে ডিজিটাল ইন্ডিয়া মিশনের প্রতি মালদহ বিভাগের প্রতিশ্রুতিকে তুলে ধরে। ইউটিএস (UTS) মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন বা অফলাইনে ট্রেনের অসংরক্ষিত (unreserved) টিকিট বুক করা যায়। অ্যাপটির মাধ্যমে আপনি সাধারণ, সিজন, বা প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারেন এবং পেমেন্ট করতে পারেন।
এর ফলে অনলাইনে এখন আরও সহজেই ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটা যাবে। ইউটিএস (আনরিজ়ার্ভড টিকিট বুকিং সিস্টেম) অ্যাপের মাধ্যমে যে কোনও জায়গায় বসে কাটা যাবে ট্রেনের টিকিট। স্টেশন থেকে ২০ কিলোমিটারের বেশি দূরত্বের কোনও জায়গা থেকে টিকিট কাটলেও সমস্যা নেই।
এত দিন ২০ কিলোমিটারের যে সীমাবদ্ধতা ছিল, তা তুলে নিল পূর্ব রেল। ফলে বাড়িতে বসেও এখন সহজেই কাটা যাবে যে কোনও স্টেশন থেকে ট্রেনে চড়ার টিকিট। শুধু প্ল্যাটফর্ম বা ট্রেনে বসেই এই ইউটিএস অ্যাপের মাধ্যমে সাধারণ টিকিট কাটা যাবে না। চাইলে কেটে নেওয়া যাবে সিজ়ন টিকিট। অর্থাৎ, নিত্যযাত্রীরা চাইলে একসঙ্গে এক, তিন বা ছ’মাসের টিকিট প্ল্যাটফর্মে বা ট্রেনে চড়েও কেটে নিতে পারবেন।
