TRENDING:

Udayan Guha afraid of getting arrested: 'গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে সিবিআই', গ্রেফতারির আশঙ্কায় মন্ত্রী উদয়ন

Last Updated:

মাত্র কিছু দিন আগেই উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন উদয়ন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: অনুব্রত মণ্ডলের মতো পরিণতি হতে পারে তাঁরও৷ গরু বা কয়লা পাচারকারী বলে তাঁকেও সিবিআই বা ইডি যে কোনও মুহূর্তে জেলে ঢুকিয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ৷ এ দিন কোচবিহারে দলীয় সভা থেকেই এই আশঙ্কা প্রকাশ করেন উদয়ন৷
গ্রেফতারির আশঙ্কায় উদয়ন৷
গ্রেফতারির আশঙ্কায় উদয়ন৷
advertisement

কোচবিহারেও বাংলাদেশ সীমান্ত রয়েছে৷ উত্তরবঙ্গের এই জেলা দিয়েও বাংলাদেশে গরু পাচারের অভিযোগ রয়েছে৷ শনিবার দলীয় সভা থেকে উদয়ন বলেন, 'যে কোনও সময় ইডি সিবিআই গরু পাচারকারী বলে আমাকেই জেলে ঢুকিয়ে দিতে পারে৷ তার জন্য তৈরি থাকুন৷ চল্লিশ পয়তাল্লিশ বছর আগে শেষ বার গরু দড়ি ধরেছি৷ কিন্তু এখন আমাকেই গরু পাচারকারী বলতে পারে৷'

advertisement

আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! মহিলা সুরক্ষার কথা বলেছেন, এদিকে BSF-এর হাতেই ধর্ষণ: কুণাল ঘোষ

এখানেই অবশ্য মন্ত্রীর আতঙ্কের শেষ হয়নি৷ তিনি আরও বলেন, 'বাড়িতে যবে থেকে গ্যাস ঢুকেছে, কয়লায় হাত দিইনি৷ তবু আমাকেই হয়তো কয়লা পাচারকারী বলে চিহ্নিত করে জেলে ভরে দিল৷'

মাত্র কিছু দিন আগেই উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন উদয়ন৷ হঠাৎ করে কেন নিজেকে নিয়ে তিনি এমন আশঙ্কার কথা প্রকাশ করলেন, তা নিয়ে জেলায় জোর জল্পনা শুরু হয়েছে৷ অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব৷ এবার নিজেকে নিয়েই আশঙ্কার কথা জানিয়ে দিলেন রাজ্যের এক মন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও উদয়ন গুহর এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের কটাক্ষ, 'বাম আমলে উনি যা ইচ্ছে তাই করেছেন৷ তৃণমূল ক্ষমতায় আসতেই সুযোগ বুঝে শিবির বদল করে অনৈতিক কাজ চালিেয় গিয়েেছন৷ এখন পরিস্থিতি বুঝে আগে থেকেই এমন আশঙ্কা প্রকাশ করে সহানুভূতি কুড়োতে চাইছেন৷'

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Udayan Guha afraid of getting arrested: 'গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে সিবিআই', গ্রেফতারির আশঙ্কায় মন্ত্রী উদয়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল