যদিও শাসক দলের নেতা মন্ত্রীদের অনেকেই যে উপনির্বাচনে আরজি কর কাণ্ডের প্রভাব নিয়ে ভাবিত নন, তা প্রমাণ করে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ৷ বুধবার যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন রয়েছে, তার মধ্যে অন্যতম কোচবিহারের সিতাই৷ ভোটের আগের দিন আত্মবিশ্বাসী উদয়ন গুহ দাবি করলেন, আরজি কর কাণ্ড সিতাইয়ের উপনির্বাচনে কোনও ফ্যাক্টরই হবে না৷ বরং একধাপ এগিয়ে নিজস্ব মেজাজেই কোচবিহারের এই তৃণমূল নেতা বলে দিলেন, ‘আরজিকর খায় না মাথায় দেয় সিতাইয়ের মানুষ বোঝে না। ওটা শহুরে মানুষের জন্য।’
advertisement
আরও পড়ুন: সঞ্জয় মুখ খুলতেই বদলে গেল আয়োজন! প্রিজন ভ্যান নয়, আদালতে নিয়ে এল বিশেষ গাড়ি
তবে এই প্রথম নয়, বরাবরই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী৷ এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে নাগরিক আন্দোলন নিয়েও প্রশ্ন তুলে শহর এবং গ্রামের তফাত টেনেছিলেন তিনি৷
উদয়ন গুহ এ দিন দাবি করেছেন, সিতাই থেকে রেকর্ড ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়৷ বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উদয়ন বলেছেন, ‘ভোটের সকালে বিরোধী এজেন্টের জন্য সিতাইয়ের প্রত্যেকটি বুথে চেয়ার পরিষ্কার করে রাখবে তৃণমূল কর্মীরা। কিন্তু তারা সব মিলিয়ে ১০০ জন জোগাড় করতে পারবে তো? বিরোধীরা চিন্তা করবেন না আমাদের কেউ আপনাদের ফুল ছুড়েও মারবে না।’