ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহত বেশ কয়েকজন। তাদের নকশালবাড়ি ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিচয় হানা যায়নি। অপর মৃত ধন বাহাদুর কটওয়ার নেপালের ধুলাবাড়ির বাসিন্দা পুরো ঘটনার তদন্তে পুলিশ৷
advertisement
অপরদিকে নেপালের কাঁকরভিটা থেকে মিরিক যাওয়ার পথে মিরিকের পুটুংয়ের কাছে নলডাড়ায় পথ দুর্ঘটনা! পাহাড়ি খাদে পড়ে এই পথ দুর্ঘটনা! যাত্রীবোঝাই চারচাকার গাড়িতে ১৯জন যাত্রী নিয়ে পাহাড়ে উঠছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে দুর্ঘটনা ঘটে৷
আরও পড়ুন- ‘দেহব্যবসা করেই কামিয়েছি…!’ টয়লেটে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, আয়কর হানায় কেলেঙ্কারি ফাঁস হিট নায়িকার, চিনতে পারলেন?
১৫০ ফিট নিচে পড়েই ঘটে ভয়াবহ দুঘটনা! ঘটনাস্থলে মৃত্যু হয় ২, গুরুতর আহত আরও ১৭। মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে আনা হয়েছে। অন্যদিকে ৬ আহতদের চিকিৎসার জন্য নকশালবাড়ি হাসপাতালে ও বাকিদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১ জনকে মিরিক মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।
