TRENDING:

Accident Death: ভয়ঙ্কর! 'দানব' গাড়ির ধাক্কায় সোজা খাদে, মুহূর্তে শেষ ২ তরতাজা প্রাণ, গুরুতর আহত ১৭

Last Updated:

Accident Death:পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ মহিলা-সহ ২ জনের। দুর্ঘটনাটি ঘটেছে মিরিকের নলদারার কাছে। ১৫০ ফিট নিচে পড়েই ঘটে ভয়াবহ দুঘটনা! ঘটনাস্থলে মৃত্যু হয় ২, গুরুতর আহত আরও ১৭।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নলদারা, মিরিক: পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ মহিলা-সহ ২ জনের। দুর্ঘটনাটি ঘটেছে মিরিকের নলদারার কাছে। মিরিক থেকে নেপালের কাঁকড়ভিটায় যাত্রী নিয়ে নামছিল গাড়িটি। উলটো দিক থেকে আসছিল একটি গাড়ি। সেইসময় পাহাড়ী পথে দূর্ঘটনাগ্রস্থ গাড়িটি ব্যাক করার সময় সোজা খাদে পড়ে যায়।
"কন্টেইনার ট্রেলার ট্রাকের চালক ব্রেক ফেল করার পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এটি BMW এবং Mercedes-এর মতো বিলাসবহুল গাড়ি-সহ কমপক্ষে ২০টি গাড়িতে আঘাত করে, যার ফলে ১৯ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে একজন মহিলা চিকিৎসাধীন অবস্থায় মারা যান," একজন কর্মকর্তা সংবাদ সংস্থা PTI কে জানিয়েছেন।
"কন্টেইনার ট্রেলার ট্রাকের চালক ব্রেক ফেল করার পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এটি BMW এবং Mercedes-এর মতো বিলাসবহুল গাড়ি-সহ কমপক্ষে ২০টি গাড়িতে আঘাত করে, যার ফলে ১৯ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে একজন মহিলা চিকিৎসাধীন অবস্থায় মারা যান," একজন কর্মকর্তা সংবাদ সংস্থা PTI কে জানিয়েছেন।
advertisement

ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহত বেশ কয়েকজন। তাদের নকশালবাড়ি ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিচয় হানা যায়নি। অপর মৃত ধন বাহাদুর কট‌ওয়ার নেপালের ধুলাবাড়ির বাসিন্দা পুরো ঘটনার তদন্তে পুলিশ৷

আরও পড়ুন-অসহ্য নরকযন্ত্রণায় জীবনটাই শেষ…! রেলের TTE থেকে ৩০০-র বেশি ছবিতে অভিনয়, কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে যান বাড়ির পরিচারিকাকে, কেন? অভিনেতার মৃত্যুর পর যা জানা গেল…

advertisement

অপরদিকে নেপালের কাঁকরভিটা থেকে মিরিক যাওয়ার পথে মিরিকের পুটুংয়ের কাছে নলডাড়ায় পথ দুর্ঘটনা! পাহাড়ি খাদে পড়ে এই পথ দুর্ঘটনা! যাত্রীবোঝাই চারচাকার গাড়িতে ১৯জন যাত্রী নিয়ে পাহাড়ে উঠছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে দুর্ঘটনা ঘটে৷

আরও পড়ুন- ‘দেহব্যবসা করেই কামিয়েছি…!’ টয়লেটে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, আয়কর হানায় কেলেঙ্কারি ফাঁস হিট নায়িকার, চিনতে পারলেন?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

১৫০ ফিট নিচে পড়েই ঘটে ভয়াবহ দুঘটনা! ঘটনাস্থলে মৃত্যু হয় ২, গুরুতর আহত আরও ১৭। মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে আনা হয়েছে। অন্যদিকে ৬ আহতদের চিকিৎসার জন্য নকশালবাড়ি হাসপাতালে ও বাকিদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১ জনকে মিরিক মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Accident Death: ভয়ঙ্কর! 'দানব' গাড়ির ধাক্কায় সোজা খাদে, মুহূর্তে শেষ ২ তরতাজা প্রাণ, গুরুতর আহত ১৭
Open in App
হোম
খবর
ফটো
লোকাল