গুরুতর আহত কোমর ভাঙ্গা হাতির চিকিৎসা শুরু করেছে বন দফতর। হলং নদীর ধারে পড়ে রয়েছে কোমর ভাঙ্গা হাতি।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে।
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
advertisement
জলদাপাড়ার জঙ্গলে দুই দাঁতাল হাতির মধ্যে শেষ কবে এমন ভয়ঙ্কর প্রাণঘাতী লড়াই হয়েছিল, তা মনে করতে পারছেন না বনকর্তারা। মূলত দু’টি কারণে দাঁতাল হাতিদের মধ্যে লড়াই হয়৷
প্রথমত জঙ্গলে এলাকার দখল, অথবা সঙ্গিনী দখল নিয়ে দুই দাতালের লড়াইয়ে জখম এক দাঁতাল বলে অনুমান বন দফতরের। তবে এবারের কারণ নিয়ে চিন্তা বাড়ছে বনকর্তাদের৷
Rajkumar Karmakar