কোচবিহার জেলা দিয়ে শুরু এই সাংগঠনিক বদল। ধাপে ধাপে বাকি জায়গাতেও এই নজর দেওয়া হবে। বিধানসভার জন্য এখন থেকেই নীচু তলার সংগঠনে জোর তৃণমূল কংগ্রেসের।
advertisement
লোকসভা নির্বাচনের আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল, সকলের পারফরম্যান্সে নজর দেবে তৃণমূল কংগ্রেস। দায়িত্বে থাকা ব্যক্তিরা কতটা ভাল ফল দিতে পারবেন সেটা নজর করা হবে। পাশাপাশি এর মাধ্যমে আদৌ জনসংযোগে তারা কতটা দক্ষ সেটাও মাপা হয়ে যাবে।
advertisement
এই অবস্থায় একাধিক লোকসভা আসন তৃণমূল কংগ্রেস জিতলেও, দেখা যাচ্ছে বহু জায়গায় ফল ২০২১ এর তুলনায় খারাপ হয়েছে। একেবারে বুথ স্তরে বা অঞ্চল ভিত্তিক সেই খারাপ ফলের পেছনে থাকা এলাকার দায়িত্বের নেতাদের তাই সরানো শুরু হল। ২০২৬ সালের বিধানসভার আগে পারফরম্যান্স যে শেষ কথা তা মনে করিয়ে দেওয়া হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2024 5:47 PM IST