শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবসের দিনে রায়গঞ্জ শহরের মানুষ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন। রায়গঞ্জ শহরের কেন্দ্রস্থল ঘড়িমোড়ে ১০৫ ফুট উঁচু স্তম্ভে উত্তোলন করা হল ২০/৩০ ফুট আকারের সুবিশাল তেরঙ্গা । রায়গঞ্জ শহরের এই সুবিশাল জাতীয় পতাকা সারা বছর ২৪ ঘণ্টা ধরেই উড়তে থাকবে। রাতের বেলাতেও জাতীয় পতাকা থাকবে উজ্জ্বল আলোকবাতির আলোকে। ১০ লক্ষ টাকা ব্যায়ে শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধি ও মানুষের মধ্যে দেশাত্মবোধ ও সন্মান প্রদর্শনের লক্ষ্যে ১০৫ ফুট উঁচু স্তম্ভে দেশের জাতীয় পতাকা স্থাপন করল তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা।
advertisement
এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে রায়গঞ্জ ঘড়িমোড়ে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে শামিল হয়েছিলেন রায়গঞ্জের দেশপ্রেমী মানুষেরা।