TRENDING:

ট্রেন চালকের তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাতির দল !

Last Updated:

শিলিগুড়ি থেকে অসম এবং আগরতলায় বন্যপ্রাণ রক্ষায় সচেষ্ট ভারতীয় রেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: সম্প্রতি ১৬ অক্টোবর, ২০২৪ ট্রেন নং. ১৫৯৫৯ কামরূপ এক্সপ্রেসের লোকো পাইলট জে. ডি. দাস এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট উমেশ কুমার হাবাইপুর ও লামসাখাং স্টেশনের মধ্যে ১৬৬/৮-১৬৭/০ কি.মি.-এ এক দল হাতিকে রেলওয়ে ট্র্যাক টপকাতে দেখেন। ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি হয়ে লামডিং যাচ্ছিল।
ট্রেন চালকের তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচল হাতির দল
ট্রেন চালকের তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচল হাতির দল
advertisement

আরও পড়ুন– কলকাতায় বসেই আস্বাদ নিন অন্ধ্রের রকমারি পদের, শহরের এই হোটেলে শুরু হল অন্ধ্র ফুড ফেস্টিভ্যাল, কতদিন চলবে দেখুন

ঘটনাটি ঘটেছিল রাত সাড়ে ৮টা-র পর। সতর্ক লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক প্রয়োগ করেন, ফলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটার আগেই প্রায় ৬০টি হাতির দলটি বেঁচে যায়। সেকশনটিতে কার্যকর হয়ে থাকা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) ভিত্তিক ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (আইডিএস)-এর দ্বারা ট্রেনটির চালকদের সতর্ক করা হয়েছিল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষের তরফে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জুড়ে বিস্তৃত থাকা অন্যান্য এলিফেন্ট করিডোরগুলিতেও পর্যায়ক্রমিকভাবে এই আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) ভিত্তিক ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (আইডিএস) স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। এই পদ্ধতিটি রেলওয়ে ট্র্যাক অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কা থেকে একাধিক হাতির প্রাণ রক্ষা করার ক্ষেত্রে ইতিমধ্যেই ব্যাপক সাফল্য লাভ করেছে।

advertisement

আরও পড়ুন– ফের নিম্নচাপের আশঙ্কা ! আগামী সপ্তাহ থেকেই ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (আইডিএস) হল হাতি রক্ষা করা ও ট্রেন পরিচালনের ক্ষেত্রে গতিশীলতা উন্নত করার জন্য একটি  ইকো-সাস্টেইনেবল সলিউশন। এই সিস্টেমটি আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) ভিত্তিক এবং সংশ্লিষ্ট স্থানগুলিতে বন্যপ্রাণীর চলাচল শনাক্ত করতে এবং কন্ট্রোল অফিস, স্টেশন মাস্টার, গেটম্যান ও লোকো পাইলটদের সতর্ক করার জন্য সেন্সর হিসেবে ব্যবহার করা হবে বিদ্যমান অপটিক্যাল ফাইবার। এটি ফাইবার অপটিক ভিত্তিক অ্যাকোস্টিক সিস্টেম ব্যবহার করে, যা ট্র্যাকে হাতির উপস্থিতি সময় মতে অনুধাবন করতে ডায়ালিসিস স্ক্যাটারিং ফেনোমেনন হিসেবে কাজ করে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ট্রেন চালকের তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাতির দল !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল