আজ পুরাতন মালদহের শিমুলঢাব এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, রাস্তার ধারে থাকা ডিভাইডারকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। বাঁশবোঝাই ওই ট্রাক্টর জাতীয় সড়কের নিচে জমিতে উল্টে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে উল্টে যায় ওই ট্রাক্টর। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টর চালক শফিকুল ইসলামের।
আরও পড়ুনঃ প্রাক্তন পুলিশকর্মীর ছেলের একি কাণ্ড! রাতের অন্ধকারে যা হচ্ছিল…! হাতেনাতে ধরলেন স্থানীয়রা
advertisement
এদিকে ট্রাক্টর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী দল। স্থানীয়দের চেষ্টায় ট্রাক্টর চালককে উদ্ধার করা হয়। যদিও তার আগেই শফিকুল নামের ওই চালকের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে।
মৃত ট্রাক্টর চালকের নাম শফিকুল ইসলাম। তিনি পুরাতন মালদহের মহিষবাথানি পঞ্চায়েতের বড়কল এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।