TRENDING:

এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ছুটবে টয়ট্রেন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ছুটবে টয়ট্রেন। তবে বন্যপ্রাণীদের কথা মাথায় রেখে টায়ারের চাকা লাগানো ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ট্রেন চলবে পার্কে। পর্যটক টানতে আসছে গন্ডার, বাইসন, কুনকি হাতি। তৈরি হবে বাটারফ্লাই, স্নেক পার্ক। মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই দ্বিতীয় পর্যায়ে সেজে উঠছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।
advertisement

শিলিগুড়ি শহর থেকে সাত কিলোমিটার। সিকিম ও ডুয়ার্স যাওয়ার পথে ৩১ নং জাতীয় সড়কের ধারে মহানন্দা অভয়ারণ্যের ২৯৭ একর জমিতে তৈরি হয়েছে বেঙ্গল সাফারি পার্ক। জঙ্গল ঘেরা পথে গাড়িতে চেপে সাফারি। কখনও রয়্যাল বেঙ্গল টাইগার, কখনও লেপার্ড, ঘড়িয়াল থেকে কুমির। বাইসন, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, লেজি ক্যাট, চিতল হরিণ, জাঙ্গল ক্যাট, বুনো শূকর। হাজারও প্রজাতির পাখি। এবার মুখ্যমন্ত্রীর ইচ্ছেয় সাফারি পার্কে দৌড়বে পাহাড়ের খেলনা গাড়ি।

advertisement

পার্কের বন্যপ্রাণীদের কথা ভেবেই টায়ারের চাকা লাগানো ব্যাটারিচালিত চার কামরার টয়ট্রেন চলবে সাফারি পার্কে। এই মূহূর্তে পার্কে দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। আকর্ষণ বাড়াতে আনা হচ্ছে পাঁচটি এক শৃঙ্গ গন্ডার। তৈরি হচ্ছে প্রজাপতি ও স্নেক পার্ক। হাতি সাফারির জন্য আরও দুটি কুনকি হাতিও আসছে বেঙ্গল সাফারিতে। পাশাপাশি ছাড়া হবে বাইসনও।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাড়ছে পর্যটক। বাড়ছে নিরাপত্তাও। আরও বেশি সংখ্যক বনরক্ষী নিয়োগ করা হচ্ছে। গত এক বছরে দু’লক্ষ ৫৫ হাজার পর্যটক এসেছেন বেঙ্গল সাফারি পার্কে। নতুন অতিথিরা এলে সংখ্যাটা আরও বাড়বে বলে আশা পর্যটন দফতরের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ছুটবে টয়ট্রেন