TRENDING:

ফেস্টিভ মুডে শিলিগুড়ি-দার্জিলিং, বর্ষ বরণের আনন্দে পর্যটকদের ঢল পাহাড় থেকে সমতলে

Last Updated:

বিষ সালকে বিদায় দিয়ে, নতুন ইংরেজী নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত শিলিগুড়ি-দার্জিলিং। বছরের শেষ দিন সকাল থেকেই শহর লাগোয়া ট্যুরিজম স্পট থেকে পাহাড়ি এলাকায় ভিড় উপচে পড়ল ভিড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: বিদায় ২০২০! যেন এক স্বস্তি! রেহাই। এই বছরেই করোনার থাবা শুরু। বিশ্বজুড়ে গ্রাস করে করোনা। দীর্ঘ কয়েক মাস ঘরবন্দি ছিল জনতা। এখন নিউ নর্মাল। রাত পোহালেই নতুন বর্ষ। বছরকে বিদায় জানাতে নতুন ইংরেজী নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত শিলিগুড়িবাসী। সকাল থেকেই শহর লাগোয়া ট্যুরিজম স্পট থেকে পাহাড়ি এলাকায় ভিড় উপচে পড়ল ভিড়।
advertisement

করোনা আবহেই বিধি মেনে ঘর থেকে বেড়িয়ে পড়া। কেউ গজলডোবার তিস্তা পারে। দিনভর ব্যস্ত রাখে নৌকাবিহারে। কেউ আবার সেবক পাহাড়ের কোলে। আবার অনেকেই শহর লাগোয়া দুধিয়া, তুড়িবাড়ি, গাড়িধুরা, রংটং, তিনধরিয়ার পথে। অন্যদিকে, একটা বড় অংশ আবার ভিড় জমিয়েছিল বেঙ্গল সাফারি পার্কে। কোভিড বিধি মেনে মাস্ক পড়ে সাফারি পার্কে পর্যটকদের আনাগোনা। তবে অন্যবারের তুলনায় ভিড় ছিল অনেকটাই কম। পার্ক ক্যাম্পাসেই চুটিয়ে মজা। খানাপিনা! তার ফাঁকেই কার সাফারিতে বেড়িয়ে পড়া। রয়েল বেঙ্গল টাইগার থেকে লেপার্ড। বাইসন থেকে ভল্লুক, হাতি থেকে চিতল হরিণ দর্শন। আর নানা নাম না জানা পাখি। আবার অনেকেই টয়ট্রেন রাইডে পার্ক চত্বর ঘুরে দেখেন। সেইসঙ্গে দেদার সেলফি তোলার হিড়িক।

advertisement

রেকর্ড ভিড় না হলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পর্যটকের ভিড়ে সরগরম ছিল সাফারি পার্ক। শীতের পাহাড়ও মেতে উঠেছে বর্ষ বরণের উৎসবে। ম্যাল ক্যাম্পাসে পর্যটকদের ঢল। শৈলশহরে রোদ ঝলমলে আবহাওয়া ছিল বছরের শেষ দিনে। উষ্ণতার খোঁজে কেভেন্টার্সের গরম চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত ছিল পর্যটকেরা। মনপসন্দ আবহাওয়ায় খুশি পর্যটকেরা। তারপর ঘোড়ার পিঠে চেপে ম্যাল ভ্রমণ! আবার পর্যটকদের একটা বড় অংশ ব্যস্ত ছিলেণ জয় রাইডে।

advertisement

দার্জিলিং থেকে ঘুম স্টেশন চক্কর! সন্ধ্যে নামতেই ফের উৎসবে মাতোয়ারা পাহাড়। ম্যালেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আর তা নিয়েই নতুন ইংরেজী নববর্ষকে বরণ করে নিতে আত্মহারা পর্যটকেরা। কনকনে ঠাণ্ডাকে উড়িয়ে দিয়ে চললো দেদার আনন্দ! এক কোভিড ফ্রি নতুন বর্ষকে বরণ করে নেওয়ার প্রার্থনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Partha Sarkar

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফেস্টিভ মুডে শিলিগুড়ি-দার্জিলিং, বর্ষ বরণের আনন্দে পর্যটকদের ঢল পাহাড় থেকে সমতলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল