রোগীর পরিবারের অভিযোগ, রোগীকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য এক টোটো রিক্সায় উঠে ছিলেন। চালক দেরি করায় সেই টোটো রিক্সা ছেড়ে আরেক টোটো রিক্সায় ওঠায় প্রথম টোটো রিক্সার চালক এসে মারধোর শুরু করে। রোগীর পরিবারের পাশাপাশি রোগীকেও রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।
advertisement
ঘটনায় আরও অসুস্থ হয়ে পড়েছেন রোগী। টোটো রিক্সা চালকদের একাংশের দাদা গিরির পাশাপাশি রাতের শহরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।বারবার প্রশ্নের মুখে পড়ে অস্বস্তিতে টোটো রিক্সা চালক সংগঠনের সদস্যরা।
এর আগে টোটোর দৌরাত্ম্যের শিকার হন এক পুলিশকর্মী। মদ্যপ টোটোর ধাক্কায় গুরুতর আহত পুলিশ কর্মী নিত্য গোপাল ঘোষ। ঘটনাটি ঘটেছিল চুঁচুড়া ঘড়ির মোড় এলাকায়। মদ্যপ টোটো চালক ও তার গাড়িকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ অফিসার চিকিৎসাধীন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রাতে চুঁচুড়া ঘড়ির মোড়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ লক্ষ্য করেন, একটি টোটো অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হচ্ছে। তিনি টোটোটিকে থামার নির্দেশ দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
শান্তনু কর