TRENDING:

Toto: এক টোটো ছেড়ে অন্য টোটতে উঠতেই বিরাট চোটপাট চালকের! ছাড় পেল না অসুস্থ রোগীও, রাস্তায় ফেলে মার

Last Updated:

চালক দেরি করায় সেই টোটো রিক্সা ছেড়ে আরেক টোটো রিক্সায় ওঠায় প্রথম টোটো রিক্সার চালক এসে মারধোর শুরু করে। রোগীর পরিবারের পাশাপাশি রোগীকেও রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি : জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে রোগীকে মারধর। রোগী ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল দুই টোটো চালকের বিরুদ্ধে। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের।
News18
News18
advertisement

রোগীর পরিবারের অভিযোগ, রোগীকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য এক টোটো রিক্সায় উঠে ছিলেন। চালক দেরি করায় সেই টোটো রিক্সা ছেড়ে আরেক টোটো রিক্সায় ওঠায় প্রথম টোটো রিক্সার চালক এসে মারধোর শুরু করে। রোগীর পরিবারের পাশাপাশি রোগীকেও রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন শ্বাসরোধ করেই খুন শিশুকে, ময়নাতদন্তের রিপোর্টে বড় আপডেট, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের, ধুন্ধুমার তেহট্টে

advertisement

ঘটনায় আরও অসুস্থ হয়ে পড়েছেন রোগী। টোটো রিক্সা চালকদের একাংশের দাদা গিরির পাশাপাশি রাতের শহরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।বারবার প্রশ্নের মুখে পড়ে অস্বস্তিতে টোটো রিক্সা চালক সংগঠনের সদস্যরা।

এর আগে টোটোর দৌরাত্ম্যের শিকার হন এক পুলিশকর্মী। মদ্যপ টোটোর ধাক্কায় গুরুতর আহত পুলিশ কর্মী নিত্য গোপাল ঘোষ। ঘটনাটি ঘটেছিল চুঁচুড়া ঘড়ির মোড় এলাকায়। মদ্যপ টোটো চালক ও তার গাড়িকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ অফিসার চিকিৎসাধীন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রাতে চুঁচুড়া ঘড়ির মোড়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ লক্ষ্য করেন, একটি টোটো অত্যন্ত বেপরোয়া গতিতে চালানো হচ্ছে। তিনি টোটোটিকে থামার নির্দেশ দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

advertisement

শান্তনু কর

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Toto: এক টোটো ছেড়ে অন্য টোটতে উঠতেই বিরাট চোটপাট চালকের! ছাড় পেল না অসুস্থ রোগীও, রাস্তায় ফেলে মার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল