TRENDING:

টোটো-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ, রাস্তায় মৃত্যু হল দু’জনের, এলাকায় চাঞ্চল্য

Last Updated:

পুলিস সূত্রে জানা গিয়েছে, টোটোটি বিন্দোল থেকে মহারাজার দিকে যাচ্ছিল৷ সেই সময় মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। আর তাতেই মৃত্যু হয় দু’জনের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ: রায়গঞ্জে টোটো-ভুটভুটি মুখোমুখি সংঘর্ষ৷ মৃত্যু হল প্রাথমিক শিক্ষক ও টোটো চালকের৷ রায়গঞ্জের লক্ষনীয়া এলাকায় ইরিক্সার সঙ্গে ভুটভুটির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক প্রাথমিক স্কুল শিক্ষক সহ ইরিক্সা চালকের। আশঙ্কাজনক অবস্থায় আরও ২ জন ভর্তি রায়গঞ্জ মেডিক্যালে। মৃত শিক্ষকের নাম শাজাহান আলি বাড়ি বিন্দোল এবং ইরিক্সা চালকের নাম সন্তোষ মাহাতো৷ তাঁর বাড়ি মহারাজা এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, টোটোটি বিন্দোল থেকে মহারাজার দিকে যাচ্ছিল৷ সেই সময় মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। আর তাতেই মৃত্যু হয় দু’জনের৷
News18
News18
advertisement

বারবার টোটো নিয়ে কিছু না কিছু বিতর্ক তৈরি হয়েছে৷ অবৈধভাবে রাস্তায় চলছে টোটো, এমনও অভিযোগ উঠেছে৷ এই নম্বর ছাড়া শহরে ঢুকতে পারবেন না টোটো চালকেরা! টোটো চলাচলে নতুন নিয়ম,জলপাইগুড়ি পুরসভার কড়া নির্দেশ। জলপাইগুড়ি শহরের রাস্তায় টোটোর অনিয়ন্ত্রিত চলাচল দীর্ঘদিন ধরেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজট এবং সাধারণ মানুষের চলাচলের সমস্যা দূর করতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র নির্দিষ্ট টিন নম্বরযুক্ত টোটোই শহরের রাস্তায় চলতে পারবে। যাদের এই টিন নম্বর নেই, তাদের শহরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

advertisement

আরও পড়ুনMahreshtala Incident: নাবালককে নৃশংসভাবে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ২, এখনও হদিশ মেলেনি ইসলামপুরের কিশোরের

এতদিন টোটোর সংখ্যা লাগামছাড়া বেড়ে যাওয়ায় শহরের অলিগলিতে যানজটের সমস্যা প্রকট হয়েছে। পথচারীরা চলাফেরায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন। প্রশাসন ও পুরসভার একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নির্দিষ্ট টিন নম্বর থাকলেই কেবলমাত্র টোটো শহরে প্রবেশ করতে পারবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুক্তা সরকার

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
টোটো-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ, রাস্তায় মৃত্যু হল দু’জনের, এলাকায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল