বারবার টোটো নিয়ে কিছু না কিছু বিতর্ক তৈরি হয়েছে৷ অবৈধভাবে রাস্তায় চলছে টোটো, এমনও অভিযোগ উঠেছে৷ এই নম্বর ছাড়া শহরে ঢুকতে পারবেন না টোটো চালকেরা! টোটো চলাচলে নতুন নিয়ম,জলপাইগুড়ি পুরসভার কড়া নির্দেশ। জলপাইগুড়ি শহরের রাস্তায় টোটোর অনিয়ন্ত্রিত চলাচল দীর্ঘদিন ধরেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজট এবং সাধারণ মানুষের চলাচলের সমস্যা দূর করতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র নির্দিষ্ট টিন নম্বরযুক্ত টোটোই শহরের রাস্তায় চলতে পারবে। যাদের এই টিন নম্বর নেই, তাদের শহরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
advertisement
এতদিন টোটোর সংখ্যা লাগামছাড়া বেড়ে যাওয়ায় শহরের অলিগলিতে যানজটের সমস্যা প্রকট হয়েছে। পথচারীরা চলাফেরায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন। প্রশাসন ও পুরসভার একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নির্দিষ্ট টিন নম্বর থাকলেই কেবলমাত্র টোটো শহরে প্রবেশ করতে পারবে।
মুক্তা সরকার