মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্মূ বলেন, আগেই এ বিষয়ে রেলমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আবার এবিষয়ে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করব। ট্রেন চালু না হওয়ায় প্রচুর মানুষ সমস্যায় পড়েছেন বলে খবর পেয়েছি। দ্রুত ট্রেন চালুর জন্য সবরকমের চেষ্টা চালানো হবে। যতদিন দক্ষিণ দিনাজপুর বা বালুরঘাট থেকে সরাসরি কলকাতার ট্রেন চালু না হয়, ততদিন বালুরঘাট থেকে আসা গৌড় লিংক এক্সপ্রেসকে মূল ট্রেনের সঙ্গে যুক্ত করে চালানোর ক্ষেত্রেও কোন আপত্তি নেই বলে জানান মালদা উত্তরের সাংসদ।মালদহের ডিআরএম যতীন্দ্র কুমার জানিয়েছেন, অতি মারি পরিস্থিতিতে ট্রেন চালুর জন্য রেল বোর্ডের ছাড়পত্র পাওয়ার প্রয়োজন।
advertisement
আপাতত মালদহ ডিভিশনে সবধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। ওপরমহলের সবুজসংকেত পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গৌড় এক্সপ্রেস চালাতে সক্ষম মালদা ডিভিশন। সাংসদ ও স্থানীয় রেল ডিভিশনের তৎপরতার মাঝেই জেলাবাসীর এখন অপেক্ষা কবে গৌড় এক্সপ্রেস ফের চালু হয়।
Sebak DebSarma
