সোমবার শিলিগুড়ি কলেজে মনোয়নপত্র তোলাকে কেন্দ্র করে SFI ও TMCP সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ তর্কাতর্কি থেকে হাতাহাতিতে পৌঁছতে বিশেষ সময় লাগেনি ৷
দুই রাজনৈতিক দলের ছাত্র শাখার সংঘর্ষে মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে ক্যাম্পাস ৷ কলেজের অভ্যন্তরেই দু’পক্ষের মধ্যে চলে মারামারি, ইঁটবৃষ্টি ৷ ইটের ঘায়ে এক SFI সমর্থকের মাথা ফেটে যায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছায় পুলিশ ৷
advertisement
এদিন একই দৃশ্য দেখা যায় নকশাল বাড়ি কলেজেও ৷ মনোয়ন পর্বেই অগ্নিগর্ভ কলেজ ক্যাম্পাস ৷ মনোয়নপত্র তুলতে এসে এই কলেজেও ঝামেলায় জড়িয়ে পড়েন SFI-TMCP ৷ দুই দল একে অপরের দিকে ইটবৃষ্টি শুরু করে ৷ ব্যাপক ইটবৃষ্টিতে আহত হয়েছেন বহু ছাত্র ৷ পাঁচ ছাত্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাসও ছুঁড়তে হয় ৷