TRENDING:

GTA Election Results: জিটিএ-তে খাতা খুলল তৃণমূল, মহকুমা পরিষদেও সবুজ ঝড়! পাহাড়ে দাপট অনীতের দলের

Last Updated:

জিটিএ নির্বাচনের ৪৫টি আসনের মধ্যে ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: পুরসভার পর এবার এবার শিলিগুড়ি মহকুমা পরিষদে নির্বাচনেও সবুজ ঝড়৷ শুধু শিলিগুড়ি মহকুমা পরিষদ নয়, পাহাড়ে জিটিএ ভোটেও খাতা খুলে ফেলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷
পাহাড়ের জয়ের পর তৃণমূল সমর্থকদের বিজয় মিছিল৷
পাহাড়ের জয়ের পর তৃণমূল সমর্থকদের বিজয় মিছিল৷
advertisement

জিটিএ নির্বাচনের ৪৫টি আসনের মধ্যে ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল৷ তবে একচ্ছত্র দাপট দেখিয়ে জিটিএ দখলের পথে অনীত থাপার দল বিজিপিএম৷ পুরভোটে দার্জিলিং পুরসভা দখল করে চমক দিলেও জিটিএ নির্বাচনে দাগ কাটতে ব্যর্থ অজয় এডওয়ার্ডের নতুন দল হামরো পার্টি৷

আরও পড়ুন: ঝালদা- পানিহাটির উপনির্বাচনে জিতল কংগ্রেস- তৃণমূল! চন্দননগরে চমক দিল সিপিএম

advertisement

পাহাড়ে যে তৃণমূলের পায়ের তলার মাটি শক্ত হচ্ছে, গত পুরভোটেই তার ইঙ্গিত মিলেছিল৷ এ বারই প্রথম তৃণমূলের টিকিটে লড়াই করেন প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং৷ জয় পেয়েছেন তিনিও৷

আরও পড়ুন: ১৭ হাজার শিক্ষকপদের চাকরি তৈরি, আসানসোলের সভা থেকে স্পষ্ট করলেন মমতা

জিটিএ নির্বাচনে অংশ নেয়নি বিজেপি৷ নির্বাচন নিয়ে আপত্তি ছিল গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংও৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে অনীত থাপার বিজিপিএম জয়ী হয়েছে ২৬টি আসনে৷ ৭টি আসন দখল করেছে হামরো পার্টি৷ তৃণমূল জয়ী হয়েছে ৫টি আসনে৷ ৭টি আসনে জিতেছেন নির্দলরা, এঁদের মধ্যে কয়েকজন বিমল গুরুং পন্থীও রয়েছেন বলে খবর৷ প্রায় এক দশক পর জিটিএ নির্বাচন হল৷ এই প্রথম বার জিটিএ নির্বাচনে অংশ নিয়েছিল তৃণমূল৷

advertisement

অন্য দিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত ১৩টিতে জয়ী হয়েছে তৃণমূল৷ একটি আসন ত্রিশঙ্কু হয়ে রয়েছে৷ বিজেপি, বাম বা কংগ্রেস এখনও খাতা খুলতে পারেনি৷ যদিও ২০১৫ সালে এই মহকুমা পরিষদ নির্বাচনে ভাল ফল করেছিল বামেরা৷ যদিও গ্রাম পঞ্চায়েত স্তরে সেই সমস্ত আসনেই এবার তৃণমূলের দাপট৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আবার বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে তুলনামূলক ভাল ফল করলেও পুরসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি৷ মহকুমা পরিষদ নির্বাচনেও গেরুয়া শিবিরের ফল হতাশাজনক৷ খারাপ ফলের জন্য অবশ্য শাসক দলের সন্ত্রাসকেই দায়ী করেছেন বিজেপি-র বিধায়ক শঙ্কর ঘোষ৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
GTA Election Results: জিটিএ-তে খাতা খুলল তৃণমূল, মহকুমা পরিষদেও সবুজ ঝড়! পাহাড়ে দাপট অনীতের দলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল