TRENDING:

প্রথমবার নির্বাচনেই তৃণমূলের দখলে বুনিয়াদপুর পুরসভা, চিন্তা বাড়ল বিজেপি

Last Updated:

প্রথমবার নির্বাচনেই তৃণমূলের দখলে বুনিয়াদপুর পুরসভা, চিন্তা বাড়ল বিজেপি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বুনিয়াদপুর: প্রথম ভোটেই দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে পুর বোর্ডের দখল নিল শাসকদল তৃণমূল ৷ বুনিয়াদ পুরসভার ১৪টি আসনের মধ্যে ১৩ আসনেই ফুটেছে ঘাসফুল ৷
advertisement

তবে এই জয়ের পরেও শাসক দলের চিন্তা বাড়িয়েছে বিজেপি ৷ বুনিয়াদপুর পুরসভা দখল করলেও নিরঙ্কুশ জয় পায়নি তৃণমূল ৷ ১২ নম্বর ওয়ার্ড দখল করে এই জয়ের আনন্দে কিঞ্চিৎ হলেও চোনা ফেলেছে বিজেপি ৷ এই পুরসভার ১৪ আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বামফ্রন্ট ৷ কংগ্রেস প্রার্থী দিয়েছে ২ আসনে ৷ বামেদের রক্তক্ষরণ অব্যাহত ৷ উল্লেখ্য, এই পুরসভায় ঘাসফুল ঝড়ের সামনে কংগ্রেস ও বামেরা কোনও প্রভাবই ফেলতে পারেনি ৷

advertisement

১৩ অগাস্ট প্রথমবার ভোট অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভায়। মাঝখান দিয়ে চলে গিয়েছে ৫১২ নম্বর জাতীয় সড়ক। মহকুমা গঙ্গারামপুর হলেও, সব প্রশাসনিক দফতর বুনিয়াদপুরে। এসব দিক বিচার করেই বুনিয়াদপুরকে পুরসভায় বদলাতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৫-তে তৈরি হয় নতুন পুরসভা। ১৩ অগাস্ট এই বুনিয়াদপুরেই প্রথমবার পুরভোট হবে। কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভায় পালটালেও এলাকায় রয়েছে গিয়েছে বেশকিছু সমস্যা। এখনও কয়েকটি ওয়ার্ডে থেকে গিয়েছে মাটির রাস্তা। বর্ষা আসতেই অনেক রাস্তা পালটে যায় ছোটখাটো জলাশয়ে। রয়েছে পানীয় জল সমস্যা।

advertisement

প্রথমবারের লড়াইয়ে পুরসভা দখল করতে উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়ার আশ্বাস দিয়েছে শাসক দল ৷ সূত্রের খবর, বুনিয়াদপুর পুরসভায় চেয়ারম্যান হিসেবে তৃণমূলের প্রবীণ নেতা অখিল বর্মনের নাম প্রস্তাব করা হবে ৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্রথমবার নির্বাচনেই তৃণমূলের দখলে বুনিয়াদপুর পুরসভা, চিন্তা বাড়ল বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল