৭ পুরসভার ফল
দার্জিলিং
- ৩১ আসন পুরসভা দখল করে গোর্খা জনমুক্তি মোর্চা
- ১ আসন দখল করে তৃণমূল কংগ্রেস
কার্শিয়ং
- পুরসভার ১৭ আসনে জয় পায় মোর্চা
- ৩ আসন পায় তৃণমূল কংগ্রেস
কালিম্পং
- পুরসভার ১৯ আসনে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা
- ২ আসন তৃণমূল কংগ্রেসের দখলে
- ২ আসন পেল হরকা বাহাদুরের জন আন্দোলন পার্টিও
advertisement
মিরিক
- ৬ আসন জিতে পুরসভার দখল নেয় তৃণমূল
- মাত্র ৩ আসন পায় গোর্খা জনমুক্তি মোর্চা
পূজালি
- পুরসভার ১২ আসনের দখল নেয় জোড়াফুল শিবির
- ২ আসন বিজেপির দখলে
- ১ আসন পেল কংগ্রেসও
ডোমকল
- পুরসভার ১৮ ওয়ার্ড তৃণমূলের দখলে
- কংগ্রেস ৩ আসন পায়
- পরে তাঁরা তৃণমূলে যোগ দেন
রায়গঞ্জ
- ২৪ আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস
- ২ আসন পায় কংগ্রেস
- ১ আসনে জয়ী বিজেপি
দীর্ঘকালের অনুন্নয়ন। পানীয় জল, শহরের সংস্কার-সহ নানা বিষয়ে ক্ষোভ। বিমল গুরুঙের নেতৃত্বে মোর্চার বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তৈরি হয়েছিল। সেখানে উন্নয়নের স্লোগান তুলে জনমত অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি করেছিলেন ইতিহাস।