অপরদিকে বালুরঘাটের বিজেপি সাংসদ ডঃ সুকান্ত মজুমদার কীভাবে বিপিএল সমমর্যাদার রেশন কার্ডের সুবিধা পান, সে নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দেবাশীষ মজুমদারের অভিযোগ, সুকান্তবাবু নিজে একজন সাংসদ ও পেশায় অধ্যাপক হয়েও কেন এমন ব্যবহার করলেন৷ তাঁর স্ত্রী শিক্ষিকা,বাবা - মা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী৷ এমন সামাজিক মর্যাদা থাকার পরও বিপিএল তালিকায় নাম বা বিপিএল সমমর্যাদার এসপিএসএসের আওতায় দীর্ঘদিন যাবৎ ধরে রেশন নিচ্ছেন কেন? এমন প্রশ্ন তুলে সোচ্চার হয়েছেন তৃণমূল নেতা।
advertisement
এই বিষয়টি সাংসদ জানতেন না বলে যা অজুহাত দেওয়া হচ্ছে, সেটা বিশ্বাসযোগ্য নয় বলে দেবাশীষবাবুর মত। সাংসদ নিজে অধ্যাপক হয়েও বা তার পরিবারের সকলে চাকুরীজীবী হয়েও কী করে ওই পরিবার বিপিএল সমমর্যাদার রেশন কার্ডের সুবিধা ভোগ করেন, এ বিষয়ে প্রশাসনিক তদন্তের দাবি করেছেন তৃণমূলের নেতা৷