মঙ্গলবার ধলপল -১ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ৩২ জন পদাধিকারী ইস্তফার কথা ঘোষণা করেন। এর মধ্যে বুথ সভাপতি, অঞ্চল সাধারণ সম্পাদক, ব্লক কমিটির সদস্যরা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার জেলা সফরের মধ্যেই এই ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। আর তা নিয়ে কটাক্ষ ছুড়েছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন মণ্ডল সভাপতি যুগল কিশোর দাস।
advertisement
আরও পড়ুন: 'দাদাগিরি চলবে না!', সাহেবগঞ্জ ও সিতাই নিয়ে কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজে দাঁড়িয়ে করাবেন ভোট
কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার আজ দ্বিতীয় দিন। কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর, নাটাবাড়ি ও তুফানগঞ্জ- চারটি বিধানসভা এলাকাতেই অভিষেকের কর্মসূচি রয়েছে এদিন। তৃণমূলের জনসংযোগ কর্মসূচির প্রথম দিনই কোচবিহারের নানা জায়গায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ব্যালট বক্স ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই, চেয়ার ছোড়াছুড়ি, বচসা-মারামারি বাদ যায়নি কিছুই।
মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের ধলপল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চিলাখানা এলাকায় গণইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের ৩২ জন পদাধিকারী। যার মধ্যে তৃণমূলের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, সাধারণ সম্পাদক, ব্লক কমিটির বিভিন্ন সদস্যরা রয়েছে। তাঁদের অভিযোগ, দলে পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না। দলের বিরুদ্ধে তীব্র অসন্তোষ দেখিয়েই এই গণইস্তফা বলে জানিয়েছেন ধলপল -১ অঞ্চলের তৃণমূল সভাপতি পরিমল দাস।