শিলিগুড়ির মহারাজা কলোনির বাসিন্দা নিরঞ্জন মাহাতর বাড়ির কুয়োর পাম্প মেশিন খারাপ হয়ে যায়। সেটি মেরামতির কাজ করছিলেন নিরঞ্জনের ছেলে ভিকি মাহাত। সেইসময় একটি নাট কুয়োয় পড়ে যায়। নাটটি উদ্ধার করতে কুয়োয় নামেন তিনি। কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেলেও, ছেলে না ওঠায় কুয়োয় নামেন নিরঞ্জনবাবু। তিনিও কুয়ো থেকে উঠছেন না দেখে প্রতিবেশীরা এগিয়ে আসেন। গুবলাল সাউ নামে এক প্রতিবেশী কুয়োয় নামলে, তাঁরও একই পরিণতি হয়।
advertisement
এরপর খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণ পর দমকলকর্মীরা তিনজনকেই সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। তাঁদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে জানান।
দমকলকর্মীদের অনুমান, কুয়োর মধ্যে গ্যাসে দমবন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিমল মিত্র, শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার।