TRENDING:

চোরের মাথায় ঘুরল উল্টোপথের বুদ্ধি! চুরি করে নিজেই থানায় অভিযোগ দায়ের... তারপর যা হল, জানলে মাথা ঘুরবে

Last Updated:

Theif : চুরি করেই নিজে থানায় অভিযোগ দায়ের করেছিল চোর। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য নাটক। তবে শেষে ধরা পড়েছে চোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, অনুপ সান্যাল : কথাতেই আছে চোরের ৬৪ বুদ্ধি। এই ঘটনা তার আদর্শ উদাহরণ বললে খুব একটা ভুল হবে না। এই চোরের বুদ্ধি জানলে আপনার চোখ কপালে উঠবে। যদিও শেষ পর্যন্ত রক্ষা পানি অভিযুক্ত। তার নাটক ধরে ফেলেছে পুলিশ। কিন্তু যেভাবে সে পরিকল্পনা সাজিয়েছিল, তা জেনে তদন্তকারী আধিকারিকরাও অবাক হয়ে যাচ্ছেন।
কালো কাপড়ে মুখ ঢাকা অভিযুক্ত।
কালো কাপড়ে মুখ ঢাকা অভিযুক্ত।
advertisement

চমকপ্রদ এই ঘটনা সামনে এসেছে বালুরঘাটে। চুরি করেই নিজে থানায় অভিযোগ দায়ের করেছিল চোর। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্যই এই নাটক সাজিয়েছিল অভিযুক্ত। তবে শেষমেশ পুলিশের জেরার মুখে ধরা পড়েছে আসল সত্যিটা। বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বিষয়টি বিস্তারিত জানিয়েছেন।

আরও পড়ুন : মসলিন তৈরির গোপন রহস্য! মহিলাদের কোমল হাতে তৈরি হয় সূক্ষ্মতম সুতো

advertisement

জানা গিয়েছে, এই ঘটনা ২০২২ সালের। বালুরঘাটের একটি মোবাইল টাওয়ার থেকে একাধিক ব্যাটারি ও যন্ত্রপাতি চুরির অভিযোগ ওঠে। প্রায় তিন বছর পর, চলতি বছরের ২৬ জুলাই, সেই টাওয়ার কোম্পানির টেকনিশিয়ান কাজল মোহান্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : শতবর্ষের ঐতিহ্য! বিশ্বকর্মা পুজোয় হাতিদের মহাসুখ, যন্ত্রের দেবতার সঙ্গে তাঁর বাহনেরও পুজো

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তদন্তে নেমে পুলিশ বেশ কিছু সূত্র হাতে পেয়ে সন্দেহ করে অভিযোগকারী কাজল মোহান্তর ওপরেই। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সময় নানা প্রশ্নে ভেস্তে যায় পরিুকল্পনা। শেষে অভিযুক্ত স্বীকার করে নেন, যে চুরি তিনিই করেছেন। পরে তাঁর দেখানো ডেরা থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ২৪টি ব্যাটারি, একটি এসএনপিএস সহ আরও বেশ কিছু মেশিন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চোরের মাথায় ঘুরল উল্টোপথের বুদ্ধি! চুরি করে নিজেই থানায় অভিযোগ দায়ের... তারপর যা হল, জানলে মাথা ঘুরবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল