চমকপ্রদ এই ঘটনা সামনে এসেছে বালুরঘাটে। চুরি করেই নিজে থানায় অভিযোগ দায়ের করেছিল চোর। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্যই এই নাটক সাজিয়েছিল অভিযুক্ত। তবে শেষমেশ পুলিশের জেরার মুখে ধরা পড়েছে আসল সত্যিটা। বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বিষয়টি বিস্তারিত জানিয়েছেন।
আরও পড়ুন : মসলিন তৈরির গোপন রহস্য! মহিলাদের কোমল হাতে তৈরি হয় সূক্ষ্মতম সুতো
advertisement
জানা গিয়েছে, এই ঘটনা ২০২২ সালের। বালুরঘাটের একটি মোবাইল টাওয়ার থেকে একাধিক ব্যাটারি ও যন্ত্রপাতি চুরির অভিযোগ ওঠে। প্রায় তিন বছর পর, চলতি বছরের ২৬ জুলাই, সেই টাওয়ার কোম্পানির টেকনিশিয়ান কাজল মোহান্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন : শতবর্ষের ঐতিহ্য! বিশ্বকর্মা পুজোয় হাতিদের মহাসুখ, যন্ত্রের দেবতার সঙ্গে তাঁর বাহনেরও পুজো
তদন্তে নেমে পুলিশ বেশ কিছু সূত্র হাতে পেয়ে সন্দেহ করে অভিযোগকারী কাজল মোহান্তর ওপরেই। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সময় নানা প্রশ্নে ভেস্তে যায় পরিুকল্পনা। শেষে অভিযুক্ত স্বীকার করে নেন, যে চুরি তিনিই করেছেন। পরে তাঁর দেখানো ডেরা থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ২৪টি ব্যাটারি, একটি এসএনপিএস সহ আরও বেশ কিছু মেশিন।