রাজ্য সরকারের উদ্যোগে নতুন জেলা পেয়েছে কালিম্পং। কালিম্পঙকে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কালিম্পঙে ১০ নম্বর ওয়ার্ডে দোকানগুলির উপর পাকা ছাদ নেই। রোদে বা বৃষ্টিতে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে জিটিএ। সংস্কার হচ্ছে হাট বাজার। ব্যবসায়ীদের মাথার উপর তৈরি হচ্ছে পাকা ছাদ।
কালিম্পঙে হাটবাজার সংস্কার
প্রথম ধাপে ৩.২৪ কোটি টাকা খরচ, দেখভাল করছে জিটিএ-র ইনজিনিয়ারিং বিভাগ ৪৭৩ দোকানের উপর পাকা ছাদ ৷ ৯ মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা
advertisement
কালিম্পঙের শতাব্দীপ্রাচীন এই হাটটি বসে প্রতি সপ্তাহে বুধবার ও শনিবার। অন্য দিনও কয়েকটি দোকানপাট খোলা থাকে। বহুদিন ধরে দোকােনর উপর প্লাস্টিকের ছাদ থাকায় সমস্যায় পড়ছিলেন ব্যবসায়ীরা। হাট সংস্কার হওয়ায় খুশি তাঁরা।
প্রাচীন এই হাটের উপর নির্ভর করে বহু স্থানীয় মানুষের রুটি রুজি। বিভিন্ন সমস্যা থাকলেও হাট ছেড়ে অন্যত্র ব্যবসা করার সামর্থ নেই অনেকেরই। রাজ্যের উদ্যোগে হাটবাজার সংস্কার হওয়ায় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।