TRENDING:

Crime News: শ্বশুরের পুরুষাঙ্গে সজোরে আঘাত, মুহূর্তে সব শেষ...! যা করল পুত্রবধু, জানলে শিউরে উঠবেন

Last Updated:

Crime News: পারিবারিক বিবাদের জেরে শ্বশুরের পুরুষাঙ্গে আঘাত করে খুন করার অভিযোগ উঠল বড় ছেলের স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে এই হত্যাকাণ্ড ঘটেছে পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোপাল সূত্রধর, মালদহ: পারিবারিক বিবাদের জেরে শ্বশুরের পুরুষাঙ্গে আঘাত করে খুন করার অভিযোগ উঠল বড় ছেলের স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে এই হত্যাকাণ্ড ঘটেছে পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর এলাকায়। এই ঘটনার বিষয়টি জানাজানি হতেই ক্ষিপ্ত জনতার রোষের মুখে পড়ে অভিযুক্ত ওই গৃহবধূ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

গ্রামের একাংশ মহিলারা উত্তেজিত হয়ে ওই গৃহবধূকে কিল, চর, ঘুষি মারে বলে অভিযোগ। পরে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছয় মালদহ থানার বিশাল পুলিশবাহিনী। ক্ষিপ্ত জনতার হাত থেকে পুলিশ অভিযুক্ত মহিলা সুলতানা বিবিকে উদ্ধারের পর আটক করে নিয়ে যায়। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত সুলতানা বিবি তার শ্বশুরকে পুরুষাঙ্গে আঘাত করে খুনের কথা স্বীকার করেছে।

advertisement

আরও পড়ুন-সন্তোষপুরে ভয়ানক কাণ্ড! সারারাত শারীরিক নির্যাতন, স্বামীর সঙ্গে যা করল মদ্যপ স্ত্রী…, জানলে শিউরে উঠবেন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম নুরু শেখ (৬১)। তার স্ত্রীর নাম আরকেস বিবি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরে শ্বশুরের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল বড় ছেলে আব্দুল্লার স্ত্রী সুলতানা বিবির। আব্দুল্লাহ বর্তমানে ভিন রাজ্যের শ্রমিকের কাজে রয়েছে। এদিন ফাঁকা বাড়িতে শ্বশুরকে একা পেয়ে আচমকা হামলা চালায় পুত্রবধূ সুলতানা বিবি।

advertisement

আরও পড়ুন-১০০ বছর পর দীপাবলিতে বিরল সংযোগ…! ৩ রাশির জ্যাকপট, দু-হাত ভরে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্যের দরজা

মৃতের এক ভাই আলি হোসেন বলেন, আব্দুল্লার স্ত্রী সুলতানা বিবি অত্যন্ত দজ্জাল। ভাই নুরু শেখের কিছু জমি রয়েছে। সেগুলো হাতিয়ে নেওয়ার জন্যই এভাবেই দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়ে আসছিল। এই সম্পত্তির বিবাদ নিয়েই পারিবারিক গোলমাল শুরু হয়। পুরাতন মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রুপোর মুকুট, স্বর্ণালঙ্কারে সজ্জিত দেবী, ২৫০ বছরের প্রাচীন কালীপুজোর রোমহর্ষক কাহিনী জানুন
আরও দেখুন

মৃতের এক ভাইজি রাহেসান খাতুন বলেন, পারিবারিক বিবাদ অনেক পরিবারের রয়েছে। তা বলে সামান্য গোলমালের জেরে কাকুকে যেভাবে খুন করা হবে তা ভাবতেই অবাক লাগছে। পুলিশ এসে সুলতানা বিবিকে আটক করে নিয়ে গিয়েছে। স্থানীয় এক তৃণমূল নেতা আব্দুল সালাম বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা বিষয়টি জানার পর ওই এলাকায় গিয়েছিলাম। বড় ছেলের স্ত্রীর এমন হামলার ঘটনায় ওই বৃদ্ধ বাড়িতেই মারা যায়। পরে পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে আটক করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crime News: শ্বশুরের পুরুষাঙ্গে সজোরে আঘাত, মুহূর্তে সব শেষ...! যা করল পুত্রবধু, জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল