এরই মধ্যে প্যানেল প্রকাশের দাবিতে দিনের ব্যস্ত সময়ে মালদহে ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করলেন আগেরবারের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷ সোমবার চাকরি চেয়ে বিক্ষোভে সামিল হলেন ২০০৯-১০-এর টেট পরীক্ষার্থীরা ৷ তাদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ ৷ আটক করা বেশ কয়েকজন প্রাথমিক শিক্ষকপদে চাকরিপ্রার্থীকে ৷
তাদের অভিযোগ, আগেরবারের টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ২০১৫-এর টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার ৷ ২০০৯-১০ সালে প্যানেল লিস্ট প্রকাশের দাবি নিয়ে এদিন রাস্তায় নামেন প্রাথমিক শিক্ষক পদে বহু চাকরিপ্রার্থী, যারা টেট উত্তীর্ণ ৷
advertisement
১৩৩১টি শূন্য পদের জন্য ২০০৯-১০ সালে বিজ্ঞপ্তি বার হয় ৷ বাম সরকারের আমলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হলেও পরে তা বাতিল হয়ে যায় ৷ আবারও ওই শূন্যপদগুলির জন্য ২০০৯-১০ সালের বিজ্ঞপ্তি অনুসারে ফর্ম ফিলাপ করা পরীক্ষার্থীরা ২০১৪ সালে আবার পরীক্ষায় বসেন ৷ প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী টেটে উত্তীর্ণ হন বলে দাবি চাকরিপ্রার্থীদের ৷ তাদের অভিযোগ, পাশ করা সত্ত্বেও নিয়োগের জন্য কেউ কোনও ডাক পাননি ৷
২০১৫ সালের টেট উত্তীর্ণ নির্বাচিত প্রার্থীদের আগে ২০০৯-১০ সালে নির্বাচিত প্রার্থীদের তালিকা জানতে চেয়ে মালদহে জাতীয় সড়ক অবরোধ করেন একদল পরীক্ষার্থী ৷ অভিযোগ, অবরোধ তুলতে লাঠি চার্জ করে ইংরেজবাজার থানার পুলিশ। ৷ লাঠির ঘায়ে গুরুতর আহত হন বহু টেট উত্তীর্ণ ৷