ফলপ্রকাশের সময় জানানো হয়েছিল নির্বাচিত প্রার্থীদের এসএমএস ও ইমেলের মাধ্যমে কাউন্সেলিং-এর স্থান ও সময় জানিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ তাহলে এসএমএস পাওয়া সত্ত্বেও কেন তাদের ডাকলেন না আধিকারিকরা ৷
জেলায় নেপালি ভাষায় শিক্ষক নিয়োগের জন্য কাউন্সিলিং এর জন্য জেলা ও জেলার বাইরে থেকে মোট ৩৬ জনকে রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ থেকে মেলে ও এস এম এস করে ডেকে পাঠানো হয়। এদিকে জেলায় শিক্ষক নিয়োগের জন্য ২৪ পদ রয়েছে। তা হলে বাকি ১২ জনের কী হবে তাদের কেন ডাকা হল ? তার সদুত্তর দিতে পারেনি জেলা প্রাথমিক সংসদের আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুন:
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: চুড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশিত ওয়েবসাইটে
পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বলেন , ‘‘ ধাপে ধাপে তালিকা প্রকাশ করব বলেছিলাম ৷ সেটাই আমরা করছি ৷ ’’ তবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রাথমিকের ফলপ্রকাশ ওয়েবসাইটে করতে চাইছে পর্ষদ ৷ সভাপতি মানিক ভট্টাচার্য এদিন বলেন, ‘‘ নিরাপত্তার সবুজ সঙ্কেত পেলে ওয়েবসাইটেই প্রাথমিকের ফল প্রকাশ করা হবে ৷ ’’