সূত্রের খবর, কয়েক বছর আগে কুসুম টি কোম্পানির কাছ থেকে জমি ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলনে শুরু করে ইসলামপুর আদিবাসী জমি রক্ষা কমিটি। এই আন্দোলনে শামিল হয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। কয়েক বছর আগে শেষ পর্যন্ত কোম্পানির কাছ থেকে চা বাগানের জমি নিজেদের দখলে নেয় জমি রক্ষা কমিটি। চা বাগানের সেই জমি আদিবাসীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: ২০ টাকা দিতে পারেনি বলে সহপাঠীকে বেধড়ক মার অষ্টম শ্রেণির ছাত্রের! আতঙ্কে টিসি’ই নিয়ে নিল আক্রান্ত
যদিও তারপর থেকেই আদিবাসী সম্প্রদায়ের একাংশ প্রায় ৮ একর চা বাগানের জমিতে নিজেদের ভাগের দাবি জানিয়ে আসছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংগঠন ৮ একর জমির চা বাগান নিজেদের দখলে রেখেছে এবং সংগঠনের মা ছাড়া এভাবেই করে খাচ্ছেন। এই বিষয়ে একাধিকবার দাবি জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। এই ইস্যুতে মঙ্গলবার সকালে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। বাবলু বাস্কে জমি রক্ষা কমিটির লোকজনকে নিয়ে চা বাগানের পাতা তুলতে গেলে আরেক পক্ষ বাধা দেয়। শুরু হয় বচসা। সেই সময় আচমকা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এই ঘটনায় জখম হয়েছেন দুই পক্ষেরই বেশ কয়েকজন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনার পর তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন জমি রক্ষা কমিটি। বিষয়টি নিয়ে এলাকায় যথেষ্ট ক্ষোভ আছে।