জীবনে এগোতে গেলে কোনকিছুই যে বাঁধা নয় তা দেখিয়ে দিল শিলিগুড়ি সূর্যনগর মাস্টার প্রিতনাথ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দুই পড়ুয়া প্রয়াস সাহা ও শুভেচ্ছা রায় । ছোট বেলা থেকেই দুজনই কানে শুনতে পায় না ও কথাও বলতে পারে না কিন্তু তাতে কি, জীবনের কিছু করে দেখানোর চেষ্টা তাদের শুরু থেকেই ছিল। বছরের পর বছর কঠিন পরিশ্রমের ফল আজ তারা পেল। এর আগেও তারা রাজ্য এবং জাতীয় স্তরে বেশ কয়েকটি খেলায় অংশগ্রহন করেন বলে জানান অভিভাবকরা। তাদের এই সাফল্যে মা বাবার পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ভীষণ আনন্দিত।
advertisement
আরও পড়ুন-মাটনপ্রেমী? আচ্ছা বলুন তো, ছাগলের গায়ে এমন বিটকেল গন্ধ হয় কেন? ৯৯%ই উত্তর জানেন না!
স্কুলের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের প্রধান শিক্ষিকা রেখাশ্রী সাহা বলেন ‘বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষে এই দুজনের এই খবরের স্কুলের সকলেই ভীষণ আনন্দিত তাদের সমস্ত রকম সহযোগিতা করতে আমরা সবসময়ই পিছুপা হইনি। আশা রাখি তারা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে।’অন্যদিকে শুভেচ্ছার মা অনিতা রায় বলেন, ‘ মেয়ের এমন সাফল্যে আমরা খুব খুবই আনন্দিত এবং গর্বিত। বিশেষ চাহিদা সম্পূর্ণ বলে সবাই অন্য চোখে তাদের দেখে তবে তাদের এই কৃতিত্ব আমরা বিষণ গর্বিত। প্রয়াসের মাযের কথায়, প্রত্যেকের প্রচেষ্টায় তারা আজ এই জায়গায় দাঁড়িয়েছে কোচ থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছে বলেই তারা আজ এই জায়গায়। আশা করি ওরা অনেক এগিয়ে যাক।
অনির্বাণ রায়