TRENDING:

নিশীথের নামে গ্রেফতারি পরোয়ানা, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান সুদীপ, ডেরেক ও'ব্রায়েন

Last Updated:

গত সপ্তাহের শুক্রবার আলিপুরদুয়ারের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (থার্ড কোর্ট) নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ২০০৯ সালে দু’টি সোনার দোকানে চুরির অভিযোগে দু’টি আলাদা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত।
advertisement

আদালতের এই নির্দেশের পরই, তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আবেদন জানান। অনুমতি মিললে, ৭ সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লি যাবে।

গত সপ্তাহের শুক্রবার আলিপুরদুয়ারের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (থার্ড কোর্ট) নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করে। আইনজীবীরা জানান, ২০০৯ সালে আলিপুরদুয়ারে পৃথক দু’টি সোনার দোকানে চুরির ঘটনায় নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ওই দু’টি মামলায় নিশীথ প্রামাণিক-সহ আরও কয়েক জন অভিযুক্ত। তাঁদের বিরুদ্ধে দোকানগুলিতে ঢুকে চুরির অভিযোগ রয়েছে। নিশীথ সাংসদ হওয়ার পরে, মামলা দু’টি উত্তর ২৪ পরগনার বারাসত আদালতে চলে যায়। তার পরে, আবার আলিপুরদুয়ার আদালতে ফেরত আসে। নিশীথের আইনজীবী জানান, বিষয়টি নিয়ে আলোচনা করে, তাঁরা পরবর্তী আইনি পদক্ষেপ করবেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নিশীথের নামে গ্রেফতারি পরোয়ানা, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান সুদীপ, ডেরেক ও'ব্রায়েন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল