একইভাবে, ট্রেন নং. ০৫৯২৫ (দেওঘর – ডিব্রুগড়) স্পেশ্যাল ১১ জুলাই থেকে ১০ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত দেওঘর থেকে প্রত্যেক শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার ও বুধবারে রাত ৯:৫৫ টায় রওনা দিয়ে তৃতীয় দিন সকাল ৮:৩০ টায় ডিব্রুগড় পৌঁছাবে। ট্রেন দুটি উভয় দিক থেকে ২৩টি করে ট্রিপের জন্য চলবে।ট্রেন নং. ০৫৭১৬ (কাটিহর – দেওঘর) স্পেশ্যাল ১০ জুলাই থেকে ৭ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত কাটিহার থেকে প্রত্যেক বৃহস্পতিবারে দুপুর ২:২০ টায় রওনা দিয়ে পরের দিন ভোর ৪:১৫ টায় দেওঘর পৌঁছাবে।
advertisement
একইভাবে, ট্রেন নং. ০৫৭১৫ (দেওঘর – কাটিহার) স্পেশ্যাল ১১ জুলাই থেকে ৮ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত দেওঘর থেকে প্রত্যেক শুক্রবারে সকাল ৫:৪৫ টায় রওনা দিয়ে একই দিনে রাত ৯:২০ টায় কাটিহার পৌঁছাবে। ট্রেন দুটি উভয় দিক থেকে ০৫টি করে ট্রিপের জন্য চলবে।
ট্রেন নং. ০৭৫৪০ (কাটিহার – মনিহারি) স্পেশ্যাল ১ থেকে ৩১ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত কাটিহার থেকে প্রত্যেকদিন রাত ৮:৩০ টায় রওনা দিয়ে একই দিনে রাত ৯:৩০ টায় মনিহারি পৌঁছাবে। একইভাবে, ট্রেন নং. ০৭৫৩৯ (মনিহারি – কাটিহার) স্পেশ্যাল ২ জুলাই থেকে ১ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত মনিহারি থেকে প্রত্যেকদিন সকাল ৫:০০ টায় রওনা দিয়ে একই দিনে সকাল ৬:০০ টায় কাটিহার পৌঁছাবে। ট্রেন দুটি উভয় দিক থেকে ৩১টি করে ট্রিপের জন্য চলবে।উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই ট্রেনগুলির রুট, স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।