সদ্যোজাতদের নিয়ে মায়েদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় স্টেশনে। ওয়েটিং রুম বা প্ল্যাটফর্মে আর নয় এবার থেকে মায়েরা শিশুদের নিয়ে এই ঘরে যেতে পারবেন। চাইল্ড হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে রূপা কাবাসি জানান, এটা দীর্ঘদিনের প্রয়োজনীয়তার তালিকায় ছিল। সেইমতো রেলের কর্তাদের সঙ্গে কথা বলে করা হল। এতে শিশুদের নিয়ে মহিলা যাত্রীদের অনেকটাই সুবিধা পাবেন। শিশুদের দুধ খাওয়ানোর ক্ষেত্রে সুরক্ষিত জায়গা প্রয়োজন। তাতে মায়েরাও অনেকটাই নিজেদের সুরক্ষিত মনে করেন।
advertisement
আরও পড়ুন: ২৫ বছর পর ফিরে পেলেন পুরনো 'অভিজ্ঞতা'! সুকান্তকে ধন্যবাদ জানালেন 'মহাগুরু'
আরও পড়ুন: পুজোয় বৃষ্টি? চলতি সপ্তাহেই ঝড়জল শুরু দক্ষিণবঙ্গে! সপ্তমীর পর বৃষ্টির বড় আপডেট আবহাওয়ার
এর আগে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে এই ব্যবস্থার উদ্বোধন করে এনবিএসটিসি কর্তৃপক্ষ। এবারে এই পরিষেবা চালু করা হল উত্তর-পূর্ব ভারতের রেল পথের করিডর এনজেপি স্টেশনে। স্টেশনের দ্বিতীয় শ্রেণির ওয়েটিং রুমের পাশেই তা খোলা হল। এদিন উপস্থিত ছিলেন এনজেপির এডিআরএম এস চিল ওয়ারওয়ার, ডিসিএম প্রশান্ত কুমার, এরিয়া ম্যানেজার আসিফ আলি। রেলকর্তারাও মনে করেন, এই ধরনের স্টেশনগুলিতে পরিষেবা জরুরি। আগামিদিনে উত্তর পূর্বাঞ্চলে অন্য স্টেশন গুলিতেই পৃথক ঘর চালু হতে পারে।