হুঁকো বিক্রেতা জয়দুর মিয়াঁ জানান, “যেহেতু এবার বর্ষা ভাল হয়েছে, মাঠে ধানের ফলন ভাল হয়েছে, ধান উঠতেও শুরু করেছে। যার ফলে কৃষকদের হাতে দু’ চার পয়সা বেশি এসেছে। যার ফলে তাঁর সুগন্ধি তামাক ও গড়গড়ার বিক্রি ভাল হবে।গ্রামের বয়স্ক মানুষ তাঁরা ভিড় জমান সারা বছরের প্রয়োজনীয় হুঁকো কিনে নেওয়ার জন্য।”
advertisement
আরও পড়ুন : মেঠো পথের কাদাজলে ফণা তুলে বিষধর চন্দ্রবোড়া! প্রাণ হাতে করে স্কুলের পথে পড়ুয়ারা, জানলে চোখে জল চলে আসবে
তিন পুরুষ আগে থেকে তাদের এই পারিবারিক ব্যবসা। আজও অমলিন সেই ব্যবসা। প্রতিবছরে গ্রাম্য মেলায় আসেন তিনি। বিক্রি বাটাও খুব একটা খারাপ হয় না।এখনও চাহিদা রয়েছে নারকোলের মালা, মাটির কল্কে এমনকি কালো তামাক-কোনও কিছুই অমিল নয়। তামাক অবশ্য নানারকম রয়েছে। সুগন্ধিযুক্ত দামি তামাক যেমন রয়েছে, তেমনই কম দামি তামাকও আছে তাঁর কাছে।