আরও পড়ুন- চকচকে হবে ত্বক,পালাবে সব রোগ! কী ভাবে খাবেন এই সস্তার ফল?
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বচসা বাঁধে মা ও ছেলের। ওই সময়ই আরতি সিংহ নামে ওই মহিলার মাথায় কুড়লের কোপ মারে কৌশিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় আরতির। মাকে খুন করে বাড়িতেই বসে থাকে ছেলে। খবর পেয়ে স্থানীয়রা এসে বেঁধে ফেলেন তাকে। অভিযুক্ত ছেলে কৌশিক সিংহ পেশায় মিস্ত্রি।
advertisement
আরও পড়ুন- ধোঁকা দিল ‘জীবনসাথী’! বিয়ের প্রতিশ্রুতি, আংটিবদল সেরে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে…! তার পর?
মাঝে বেশ কিছুদিন ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে। কিছুদিন আগেই বাড়ি ফিরেছিল সে। নানা রকম নেশা করে কৌশিক, এমনই জানিয়েছেন স্থানীয়রা। নেশার টাকা জোগাড় করার নিয়ে মা ও ছেলের মধ্যে প্রায়ই বিবাদ বেঁধে থাকত। এদিন বচসার সময় মাকে খুন করে ছেলে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।