রোজকার মতো এদিন প্রতিবেশীদের সঙ্গে চা খাচ্ছিলেন রিতা দাস (৩৪)। হঠাৎ সকলে অসুস্থ বোধ করতে শুরু করেন। মাটিতে লুটিয়ে পড়েন রিতা সহ প্রশান্ত মহন্ত (৩৫), সরস্বতী সিং (৩৬) এবং বিপ্লব সিং (১৮)। এলাকার লোকজন তাঁদের দেখতে পেয়ে তড়িঘড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা শুরু হয়।
advertisement
আরও পড়ুনঃ নেতাজির ব্যবহৃত বই, খাতা, চেয়ার…! ‘বোসের’ বাড়িতে বিশেষ আয়োজন, উপচে পড়ছে ভিড়
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানার পুলিশ। তদন্ত শুরু করতেই রিতা দাসের পুত্র ও পুত্রবধূকে আটক করলে তাঁরা পুলিশের কাছে চায়ের মধ্যে বিষ মেশানোর কথা স্বীকার করে নেন। পরবর্তীতে পুলিশ বাড়িতে এসে বিষ উদ্ধার করে নিয়ে যায়।
প্রত্যেকদিনের মতো আজ সকালেও প্রতিবেশীদের সঙ্গে চা খাচ্ছিলেন কালিয়াগঞ্জের রিতা দাস। কিছুক্ষণের মধ্যেই সকলে অসুস্থ হয়ে পড়েন। তদন্ত শুরু হতেই জানা যায়, চায়ে বিষ মিশিয়েছিলেন রিতাদেবীর ছেলে ও বৌমা। পুলিশের কাছে তাঁরা সেকথা স্বীকার করে নেন। বাড়িতে এসে বিষ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ।