ধৃতের নাম ডম্বর সাবকোটা। সে নেপালের বাসিন্দা। এসএসবি সূত্রে খবর, চারচাকার গাড়ি করে নেপালে ঢোকার আগে চেকিংয়ের ধৃতের কাছে থেকে হরিণের ৫টি সিং, শজারুর ৩০টি কাটা, হরিণের খুলি, সাপের হাড় ও হিমালয়ান গোরাল শিং উদ্ধার হয়।
আরও পড়ুন: পোষ্যকে নিয়ে ফিরছিলেন বাড়ি, হঠাৎ বিকট আওয়াজ! মুহূর্তেই সব শেষ, পড়ে রইল দুই দেহ
advertisement
ধৃত নেপাল থেকে সিকিমে যাওয়ার পর সোমবার নেপালে ঢোকার মুখে এসএসবির জওয়ানদের হাতে গ্রেফতার হয় সে। ধৃতকে পরে টুকরিয়াঝাড় বনদফতরের হাতে তুলে দেয় এসএসবি। ধৃত তন্ত্র বিদ্যার মাধ্যমে বিভিন্ন জীবজন্তুর দেহাংশ নিয়ে কাজ করত বলে জানা গিয়েছে।
কার্শিয়াঙ ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে টেলিফোনে জানান, এসএসবি ধৃতকে সীমান্তে গ্রেফতার করে। ধৃতের কাছে থেকে উদ্ধার বন্য জীবজন্তুর দেহাংশ সিডিউল ১ ক্যাটাগরির। ধৃত আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের সঙ্গে যুক্ত কিনা, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।