TRENDING:

Sitalkuchi Violence: শীতলকুচিকাণ্ডে মাথাভাঙ্গা থানার আইওএর পর এবার তলব আইসিকে  

Last Updated:

২০২১ এর নির্বাচনে শীতলকুচির গুলি চালানোর ঘটনা অতন্ত্য গুরুত্বপূর্ণ ৷ সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিআইডি সিট গঠন করেছে |

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# কলকাতা: শীতলকুচিকাণ্ডে  আইও এর পর এবার আইসিকে তলব করল সিআইডি |  মাথাভাঙ্গা  থানার আইসি বা ইন্সপেক্টর ইনচার্জ  বিশ্বাসরয়  সরকারকে ভবানী ভবনে সোমবার বেলা এগারোটায় তলব করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর |  শীতলকুচি  গুলিকাণ্ডে ইতিমধ্যেই  মাথাভাঙা থানার আইও বা তদন্তকারী অফিসার  মলয় বোসকে বৃহস্পতিবার তলব করা হয়েছিল ভবানী ভবনে |  সেখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের  পর তিনি  বেরোন |  তাঁর বয়ান ইতিমধ্যে  রেকর্ড করা হয়েছে | এবার আইওয়ের সেই বয়ানের  সঙ্গে আইসি  বয়ান মিলিয়ে দেখা হবে বলে সিআইডি দাবি |
advertisement

সিআইডি সূত্রে খবর, ইতিমধ্যে মাথাভাঙ্গা  থানার  আইসিকে জিজ্ঞাসাবাদের জন্য একগুচ্ছ  প্রশ্নমালা  তৈরী করা হয়েছে |  ঘটনার দিন কার কী ভূমিকা ছিল? ঘটনাস্থলে গিয়ে কী পরিস্থিতি  দেখেছিলেন? প্রতক্ষ্যদর্শীদের থেকে কী কী জানা গিয়েছিল?  ভিডিও ফুটেজের  সত্যতা  যাচাই সহ একাধিক প্রশ্ন জিজ্ঞাসাবাদ  করা হবে বলে সিআইডি সূত্রে খবর |

আরও পড়ুন FakeNews Arrest: সোশ্যাল মিডিয়াতে ভুয়ো পোস্ট, সিআইডির হাতে গ্রেফতার ২

advertisement

ইতিমধ্যে শীতলকুচিকাণ্ডে  সিট  গঠন করেছে সিআইডি |  ডিআইজি  সিআইডি  স্পেশালের নেতৃত্বে চার সদস্যের  সিট গঠন হয়েছে |  সিআইডি সূত্রে খবর, এই আইও ও আইসি  বয়ান রেকর্ড  করে মিলিয়ে দেখার পর মাথাভাঙ্গা এলাকার পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকেও  তলব  করার সম্ভবনা  রয়েছে |  তবে ইতিমধ্যে মাথাভাঙ্গা থানার আইসিকে নোটিস পাঠানো হয়েছে, আগামী সোমবার বেলা এগোরাটায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ভবানী ভবনে |গত দশ এপ্রিল শীতলকুচিকাণ্ডে দুটি এফআইএর দায়ের করা হয়েছে | তার মধ্যে প্রথম মামলা যেখানে গুলির ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছিল, সেই ঘটনায় তলব মাথাভাঙ্গা  থানার আইও এবং আইসিকে   |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০২১ এর নির্বাচনে শীতলকুচির গুলি চালানোর ঘটনা অতন্ত্য  গুরুত্বপূর্ণ ৷ সেই ঘটনার পূর্ণাঙ্গ  তদন্তের  জন্য সিআইডি সিট  গঠন করেছে |  আর সিট তাদের তদন্তে মাথাভাঙ্গা  থানার এক এক করে পুলিশ  আধিকারিকদের  তলব করে বয়ান রেকর্ড  করছে | আগামী  সোমবার মাথাভাঙ্গা থানার আইসি ভবানী ভবনে হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার |

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sitalkuchi Violence: শীতলকুচিকাণ্ডে মাথাভাঙ্গা থানার আইওএর পর এবার তলব আইসিকে  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল