National Center for Seismology (NCS) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। সিকিমের (Sikkim) রাজধানী গ্যাংটক থেকে ২৫ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। উত্তরবঙ্গে কম্পনের মাত্রা বেশি হলেও সিকিমে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল লাচুং থেকে ৫১ কিলোমিটার দূরে। বেশ কয়েক সেকেন্ড এই কম্পন স্থায়ী হয়।
advertisement
এ দিন ভূ-কম্পন অনুভূত হওয়ার পরে মুখ্যমন্ত্রীকে ফোন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ট্যুইট করে রাজ্যপাল জানিয়েছেন, "তৃণমূল কংরেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শিলিগুড়িতে রয়েছেন। উত্তরবঙ্গে ৬.১ মাত্রার ভূমিকম্প হওয়ার পরে তিনি কেমন আছেন জানতে ফোন করেছিলাম। তিনি সুস্থ এবং ভাল আছেন জেনে স্বস্তি পেয়েছি।"
রাজ্যপাল ট্যুইটে আরও লেখেন, সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ২৫ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। "