TRENDING:

West Bengal Election 2021: এ বার টার্গেট উত্তরবঙ্গ, আগামিকাল একাধিক জনসভায় যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো

Last Updated:

গত লোকসভা ভোটে উত্তরবঙ্গ শিবির বদলে যায় পদ্মে। তাই এ বারে তৃণমূল এবং বাম ও কংগ্রেস জোটের কাছে বড় চ্যালেঞ্জ উত্তরবঙ্গ। হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসছে দুই শিবিরই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ২ দফার ভোট শেষ। পঞ্চম দফায় ভোট শিলিগুড়ি সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায়। উত্তরের ভোটেও এ বারে নজর থাকবে গোটা রাজ্যের। কেননা গত লোকসভায় উত্তরে উড়েছিল গেরুয়া আবির। ৮টি আসনের মধ্যে ৭টি পেয়েছিল বিজেপি। একমাত্র মালদহ দক্ষিণ আসনটি জেতে কংগ্রেস। বরাবরই বাম এবং কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গ। রাজ্যে পরিবর্তনের পর সেখানে থাবা বসায় ঘাসফুল শিবির। কিন্তু গত লোকসভা ভোটে উত্তরবঙ্গ শিবির বদলে যায় পদ্মে। তাই এ বারে তৃণমূল এবং বাম ও কংগ্রেস জোটের কাছে বড় চ্যালেঞ্জ উত্তরবঙ্গ। হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসছে দুই শিবিরই।
advertisement

মুখ্যমন্ত্রী এক দফা সভা করে গিয়েছেন। নন্দীগ্রামের ভোট পর্ব মিটতেই ফের কাল আসছেন উত্তরবঙ্গ সফরে। দু'দফায় জনসভা ও কর্মীসভা করেছেন যুবরাজ অভিষেক বন্দোপাধ্যায়ও। প্রচারে ঝড় তুলতে এ বার আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় স্বয়ং। একাধিক জনসভা রয়েছে তাঁর।

advertisement

বসে নেই বাম, কংগ্রেসের জোট সংযুক্ত মোর্চাও। প্রচারে ঝাঁঝ বাড়াতে তৎপর মোর্চা। প্রথম দু'দফায় ক'টা আসন তাঁরা পাবে তা জানা যাবে ২ মে। তবে উত্তরের হারানো জমি ফিরে পেতে মরিয়া তাঁরা। আর শিলিগুড়ি সহ সমতলের আসনগুলো পাখির চোখ করে এগোচ্ছে জোট শিবির। দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পংয়ের তিনটে আসনেও জোর লড়াই। লড়াই ভোট কাটাকাটির। তাই সমতলের আসনগুলো জিততে মরিয়া সব শিবিরই। শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং ডাবগ্রাম-ফুলবাড়ি আসন জিততে ঝাঁপাচ্ছে বাম এবং কংগ্রেস জোট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তিনটি উপাচারে পুজো হয় জাগ্রত এই কালী মন্দিরে, কোথায় আছে এই মন্দির জানেন?
আরও দেখুন

২০১৬-তে এই চারটের মধ্যে তিনটে আসন পেয়েছিল জোট শিবির। একটি যায় তৃণমূলের দখলে। এ বার ৪-০ হবে বলে দাবি জোটের। খামতি রাখতে চাইছে না প্রচারে। শিলিগুড়িতে জোট প্রার্থী অশোক ভট্টাচার্য্যর সমর্থনে প্রচারে আসছেন গতবারে তাঁর প্রতিপক্ষ ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া। আগামী ৫ এপ্রিল যৌথ সভায় আসছেন সূর্যকান্ত মিশ্র, মীনাক্ষী মুখোপাধ্যায়, অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য্য। বাঘাযতীন পার্কে সভা হবে। কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচারে আসতে পারেন কেন্দ্রীয় নেতা, নেত্রীরা। লড়াইয়ের মাঠে এক ইঞ্চি জমি কেউ কাউকে ছাড়তে নারাজ!

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Election 2021: এ বার টার্গেট উত্তরবঙ্গ, আগামিকাল একাধিক জনসভায় যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল