পাশাপাশি কোভিড নিয়ন্ত্রণে শহরের এক একটি বাজার সপ্তাহে একদিন করে বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছেন, পুর প্রশাসক গৌতম দেব। এতে সাধারণ মানুষের খুব একটা সমস্যা হওয়ার কথাও নয়। স্থানীয় বাজার কমিটি বা ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করেই বাজার বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বাজার বন্ধের দিনে পুরো স্যানিটাইজেশন প্রক্রিয়া চলবে। করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় শহরজুড়ে পুলিশি তৎপরতাও বেড়েছে। নৈশ কার্ফু আরও বেশি নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিধান মার্কেট ফল ও সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন কুণ্ডু। তিনি এও জানান, সকাল ৮টা থেকে রাত ৮টা নয়, দ্রুত আলোচনা করে মার্কেট দুপুর ৩টে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে ভিড় কিছুটা এড়ানো যাবে।
advertisement
গতকাল, রবিবারে শহর শিলিগুড়ির বিভিন্ন বাজারে ছিল থিক থিক ভিড়। দূরত্ব বিধি মানার বালাই নজরে পড়েনি। তবে ক্রেতা এবং বিক্রেতাদের একটা অংশের মধ্যে মাস্ক পরার অভ্যেসটা নজরে পড়েছে। যদিও একদিন বন্ধ রেখে কিছুই হবে না বলে মনে করেন সাধারন মানুষেরা। তাদের কথায়, প্রয়োজন আমজনতার সচেতনতা। কোভিড বিধি মেনে না চললে বিপদ আরো বাড়বে। একইভাবে জেলার পার্বত্য এলাকাতেও সপ্তাহে একদিন করে বাজার বন্ধ থাকবে। ইতিমধ্যেই পাহাড়জুড়ে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। কোভিড বিধি ভাঙলেই করা হচ্ছে গ্রেফতার। গতকাল, রবিবার ২৬৬ জনকে জেলার বিভিন্ন থানা গ্রেফতার করেছে। চলছে হোটেলেও তল্লাশি। এদিকে প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন প্রশাসন। আজ, সোমবার পরিস্থিতি নিয়ে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসন ও স্বাস্থ্য কর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Partha Pratim Sarkar