মেডিক্যাল কলেজের ডিন সন্দীপন সেনগুপ্ত জানান, সকলেই যাতে টিকা পায়, সেদিকে নজর রাখা হচ্ছে। আর এই টিকাকরণ নিয়ে যাতে কোনও বিতর্ক তৈরী না হয়, সেদিকেও সমান নজর রয়েছে। এদিকে আজ কোভিড মোকাবিলায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান পুর প্রশাসক গৌতম দেব। স্বাস্থ্য আধিকারীকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, শিশুদের চিকিৎসার জন্যে পৃথক ১৪টি বেডের ব্যবস্থা করা হচ্ছে। সন্দেহজনক করোনা রোগীদের জন্যে আরও ১৪টি বেড করা হচ্ছে। এই মূহূর্তে কোভিড ব্লকে ২১৪টি বেড রয়েছে। অক্সিজেনের ব্যবস্থার অনুমতি মিললে সংখ্যাটা আরও ৫৬ বাড়ানো যাবে। সেইসঙ্গে এম্বুলেন্সের সংখ্যাও বাড়ানো হচ্ছে।
advertisement
অন্যদিকে পাহাড়েও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তার মোকাবিলায় দার্জিলিংয়ে আলাদা আলাদাভাবে দু'জায়গায় ৯৮টি বেডের ব্যবস্থা করা হয়েছে। সেন্ট জোশেফ কলেজে ৫০ বেডের আইশোলেশন ওয়ার্ড চালু করা হল। থাকছে অক্সিজেনের ব্যবস্থাও। পাশাপাশি হিমালয়ান মাউন্টেরিং ইন্সটিটিউটে ৪৮ বেডের আইশোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। চিকিৎসার সবরকম ব্যবস্থাই করেছে কর্তৃপক্ষ।