বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই নতুন করে সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া কেএলও। একের পর এক হুমকি চিঠি দিচ্ছে সংগঠনের সুপ্রিমো জীবন সিং। গোপন ডেরা থেকে তার চিঠিতে পৃথক রাজ্যের দাবিও রয়েছে। পরবর্তীতে অবহেলিত, বঞ্চিত উত্তরবঙ্গ বলে আলাদা রাজ্যের দাবি তুলেছেন বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। তার পাশে দাঁড়িয়েছে স্থানীয় বেশ কয়েকটি সংগঠন। ইতিমধ্যেই ময়নাগুড়িতে জন বার্লার সঙ্গে গোপন বৈঠক করেছেন কেপিপি নিখিল গোষ্ঠীর সদস্যরা।
advertisement
উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে আন্দোলন হলে তা কীভাবে সামাল দেওয়া হবে এবং এখানকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি রয়েছে তা নিয়ে বিশদে আলোচনা হয় এদিনের বৈঠকে। কেএলও ফের মাথাচাড়া দিলে কিভাবে তার মোকাবিলা করা হবে তা নিয়েও আলোচনা হয় বলে পুলিশ সূত্রের খবর।
সম্প্রতি কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এবং প্রাক্তন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনকে হুমকি চিঠিও দেয় যে এল ও সুপ্রিমো জীবন সিং। হুমকি চিঠিতে জাতির হয়ে কথা না বললে কড়া শাস্তির নিধান দিয়েছে জীবন সিংহ। আলাদা রাজ্য নিয়ে ইতিমধ্যেই কেপিপি সহ কয়েকটি দল আলাদা বৈঠকও করেছে। বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ছেড়ে অতীতে যারা মূলস্রোতে ফিরেছেন সেইসব কেএলও জঙ্গিদের দেওয়া প্রতিশ্রুতি পালন করা হয়েছে কিনা তা নিয়েও আলোচনা হয় বৈঠকে বলে সূত্রের খবর। সম্প্রতি কেএলও চিফ জীবন সিংহের একাধিক ভিডিও বার্তাও সামনে এসেছে। জীবন সিংহের এই ধরনের চিঠির পরেই নড়েচড়ে বসে রাজ্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন মহল। উত্তরবঙ্গে শান্তি অটুট রাখার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। কিন্তু উত্তরবঙ্গের এডিজি ডিপি সিং অবশ্য এসব নিয়ে মুখ খুলতে চাননি। তিনি জানান, গোয়েন্দা বিভাগ ও পুলিশ কর্তাদের নিয়ে সমন্বয় বৈঠক হয়েছে।
Partha Sarkar