আগামী শুক্রবার মহকুমা শাসকের মাধ্যমে গণ সাক্ষরের তালিকা সহ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাবে তারা।সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি সাগর শর্মা জানান, বহু বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে বর্ধিত হারে ফি আদায় করা হচ্ছে। স্কুল বন্ধ, অথচ একাধীক খাতের ফি নেওয়া হচ্ছে। যা অনেক অভিভাবকের পক্ষেই দেওয়া সম্ভব হচ্ছে না। কেননা করোনাকালে অনেক অভিভাবকই আর্থিক সংকটে ভুগছে। বহু অভিভাবক ইতিমধ্যেই তাদের কাছে অভিযোগ জানিয়েছে। একাধীকবার স্কুল কর্তৃপক্ষের কাছে নালিশ জানালেও সমস্যার কোনো সমাধান হয়নি। প্রশাসন নীরব। বহু স্কুলে অভিভাবক, অভিভাবিকারা ফি কমানোর দাবীতে আন্দোলন করলেও সুরাহা মেলেনি।
advertisement
সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই পথে নেমেছে তারা। লাগাতার আন্দোলন হবে। আজ শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ দেখায় তারা। সেইসঙ্গে স্কুল এবং কলেজ খোলার দাবীতে গণ সাক্ষর অভিযান চালায়। মহকুমাজুড়ে চলবে তাদের ওই কর্মসূচী। সংগৃহীত সাক্ষর সম্বলিত দাবিপত্র রাজ্যের কাছে পাঠাবে তারা। প্রতিটি ছাত্র, ছাত্রীকে টিকা দেওয়াও বাধ্যতামূলক করার দাবী জানিয়েছে তারা। কোভিড বিধি মেনেই খুলতে হবে শিক্ষা প্রতিষ্ঠান। নইলে ছাত্র, ছাত্রীদের ভবিষ্যত প্রশ্নের মুখে পড়বে বলেও দাবি এসএফআই-এর।