হাসপাতালের মর্গের রেফ্রিজেটরও বিকল হয়ে পড়েছে। এ নিয়ে হাসপাতালের সুপার বলেন, "দুঃখজনক ঘটনা। দীর্ঘদিন ধরে রেফ্রিজেটর বিকল হয়ে রয়েছে। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। শিলিগুড়ি থানাতেও জানানো হয়েছে।"
আলিপুরদুয়ার জেলার অন্তর্গত বীরপাড়া এলাকার বাসিন্দা পাপাই মল্লিক শিলিগুড়ির একটি বেসরকারী সংস্থায় কাজ করতে। গতকাল সকালে ঘর হেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই মৃতের পরিবারেরা ওই মৃতদেহ শিলিগুড়ি জেলা হাসপাতাল নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং মৃতদেহ শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়। কিন্তু এ দিন সকালে মৃতের পরিবারের সদস্যরা মৃতদেহ নিতে এলে দেখতে পান মৃত পাপাই মল্লিকের নাক নেই এবং দেহের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে, সেখান থেকে রক্ত পড়ছে। এই দেখে মৃত পরিবারের লোকেরা হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।
advertisement
কেন এমন হল? প্রশ্ন তুলে হাসপাতালেই বিক্ষোভ দেখায় মৃতের পরিজনেরা। সরকারী হাসপাতালের অব্যবস্থা নিয়ে ক্ষোভ দেখান। হাসপাতালের রেফ্রিজেটর বিকল জানার পরও কেন তা জানানো হয়নি মৃতের পরিজনদের? এই প্রশ্নও তোলেন টানরা। পরিবারের দাবি, ফ্রিজার খারাপ জানলে অন্যত্র মৃতদেহ নিয়ে রাখার ব্যবস্থা করতেন তাঁরা। অন্যদিকে, হাসপাতাল সুপার জানান, দীর্ঘদিন ধরে রেফ্রিজেটর বিকল হয়ে পড়ে রয়েছে। সংস্কার করা হবে। বিষয়টি উচ্চ আধিকারীকদের জানানো হয়েছে। মৃতের আত্মীয়রা সাফ জানায়, সরকারী স্বাস্থ্য ব্যবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশ। মর্গের একদিকে দূর্গন্ধে টেকা দায়, তারওপর ইঁদুরের এ হেন উৎপাত, অথচ কর্তৃপক্ষ উদাসীন।
Partha Sarkar